1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তুরস্কের হামলা

১২ অক্টোবর ২০১৯

উত্তর সিরিয়ায় তুরস্কের ছোড়া কামানের গোলা আঘাত হেনেছে মার্কিন বাহিনীর একটি পর্যবেক্ষণ ঘাঁটির কাছে৷ ওয়াশিংটনের অবরোধ আরোপের হুমকি সত্ত্বেও দেশটিতে হামলার তীব্রতা বাড়িয়ে যাচ্ছে আঙ্কারা৷

Syrien Tal Abyad Militäroffensive der Türkei
ছবি: Getty Images/AFP/B. Kilic

সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের দমনে দেশটির উত্তর পূর্বাঞ্চলে অতর্কিত হামলা চালাচ্ছে তুরস্ক৷  এমনকি তাদের কামানের গোলা এসে পড়েছে কোবেন শহরের বাইরে মার্কিন বাহিনীর একটি পর্যবেক্ষণ ঘাঁটির কাছে৷ শুক্রবার শেষ রাতের দিকে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে পেন্টাগন৷ তাদের দাবি তুরস্ক জেনেশুনেই এই হামলা চালিয়েছে৷  

যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর ক্যাপ্টেন ব্রুক ডি ওয়াল্ট বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের অবস্থান আছে তা জানা থাকা সত্ত্বেও কয়েকশো মিটারের মধ্যে তারা এই বিস্ফোরণ ঘটিয়েছে৷‘‘ তবে এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও নিশ্চিত করেছেন তিনি৷

পূর্ব ঘোষণা অনুযায়ী এরইমধ্যে সিরিয়া-তুরস্ক সীমান্ত থেকে নিজেদের মোতায়েনকৃত সৈন্যের বড় একটি অংশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র৷ বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের কিছু বাহিনীর এখনও অবস্থান রয়েছে৷

তুরস্কের অস্বীকার

এদিকে, যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছে তুরস্ক৷ এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ঘাঁটির ১ কিলোমিটার দূর থেকে তুরস্কের উপর হামলা চালিয়েছিল কুর্দিরা৷ তার জবাবেই বিদ্রোহী গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে৷ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যোগাযোগের পর গোলাগুলি বন্ধ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়৷

অন্যদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আক্রমণ শুরুর পর তাদের বাহিনী সেই অবস্থান ছেড়ে চলে যায়৷  

শহর দখল নাকি প্রস্থান

তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী শহর রাস-আল আইন এর নিয়ন্ত্রণ নেয়া হয়েছে বলে শনিবার ঘোষণা দিয়েছে তুরস্কের সামরিক বাহিনী৷ দেশটির প্রতিরক্ষামন্ত্রীও এ বিষয়ে টুইট করে বলেছেন. ‘‘ ইউফ্রতিসের পূর্বে অবস্থিত রাসুলাইন শহর নিয়ন্ত্রণে নেয়া হয়েছে৷‘‘

তবে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমক্রেটিক ফোর্স এসডিএফ তুরস্কের এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের যোদ্ধারা সেখানকার একটি জায়গা থেকে কৌশলগতভাবে পিছু হটেছে৷ তবে দুই পক্ষের মধ্যে এখনও সংঘর্ষ চলমান আছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস৷ তাদের তথ্য অনুযায়ী তুরস্কের হামলায় এখন পর্যন্ত সীমান্ত অঞ্চলে ১০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে৷ অন্যদিকে শুক্র্রবার নিজেদের ২৩ যোদ্ধা নিহত হওয়ার খবর জানিয়েছে এসডিএফ৷   

জাতিসংঘের হিসাবে, তুরস্কের হামলার কারণে এক লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন৷ যার কারণে এই অঞ্চলে নতুন করে মানবিক সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করে দিয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম৷

এদিকে তুরস্ক হামলা বন্ধ না করলে দেশটির কঠিন অর্থনৈতিক অবরোধ করা হতে পারে বলে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র৷ তবে এমন কিছু করা হলে তার পাল্টা জবাব দেয়া হবে বলে উল্টো সতর্ক করে দিয়েছে তুরস্ক৷

এফএস/এআই (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ