1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার যে শিশুর চোখের জলে কাঁদছে বিশ্ব

৭ জুন ২০১৬

সিরিয়ার আলেপ্পোয় হামলার সময় এক ব্যক্তির মৃত্যুতে তাঁর শিশু সন্তানের আহাজারির ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷

Syrien Luftangriffe in Maaret al-Numan
ছবি: Getty Images/AFP/M. Al-Bakour

সিরিয়ায় কোনো স্থানে হামলার পরই স্বেচ্ছাসেবীরা সাদা হেলমেট পরে আহতদের উদ্ধারে নেমে পড়েন৷ বিধ্বস্ত ভবনের ভেতর থেকে আহত ও নিহতদের বের করে আনা মোটেই সহজ কাজ নয়৷ আহমেদের বাবা ফাওজি বারঘোত এই কাজটিই করতেন৷ কিন্তু এক হামলায় বিধ্বস্ত ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধার করতে গিয়ে তিনি নিজেই প্রাণ হারান৷

তার মরদেহ স্বজনদের কাছে দেয়া হলে ছোট্ট আহমেদ যেন কিছুতেই তা বিশ্বাস করতে পারছিল না৷ আহমেদ চিৎকার করে বলছিল, ‘‘বাবা, আমাকে ছেড়ে যেও না৷'' তার এই আহাজারি শুনে আশপাশের সবার চোখেই নামে জলের ধারা৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ