1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দমনপীড়ন থামেনি

৭ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বর্তমানে সেদেশে অবস্থান করছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ৷ তবে সিরিয়ার সাধারণ মানুষের উপর দমনপীড়ন এখনো অব্যাহত রেখেছে সরকারি বাহিনী৷

ছবি: AP

সিরিয়ায় লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক কয়েক হাজার মানুষ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান৷ সপ্তাহান্তে সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে চীন এবং রাশিয়া৷ এই ভেটো প্রদানের নিন্দা জানিয়েছে পশ্চিমা সমাজ এবং বহু আরব দেশও৷ দামেস্কে অবস্থানরত লাভরভ অবশ্য আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে একেবারেই গুরুত্ব দিচ্ছেননা৷ তিনি জানান, সিরিয়ার নেতাদের সঙ্গে তাঁর খুবই কার্যকর আলোচনা হয়েছে৷

দমনপীড়ন অব্যাহত

লাভরভ যখন দামেস্কে তখনও সিরিয়ার হোমস শহরে গণতন্ত্রপন্থীদের উপর সরকারি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে৷ সরকারি বাহিনীর সর্বশেষ দমনপীড়নে নিহতের সংখ্যা ৭৯ বলে দাবি করেছে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল৷ তাদের দাবি, সোমবার হোমস শহরটি চারদিক থেকে ঘিরে ফেলে সেনারা৷ এসময় তারা ট্যাংকও ব্যবহার করেছে এবং হোমস এলাকায় গণহত্যার আশঙ্কা করা হচ্ছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, শুধু হোমস শহরে নিহতের সংখ্যা কমপক্ষে ৪২৷ এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে৷ হোমস'এর এক বাসিন্দা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, সোমবার ভোররাত থেকে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী৷ ওমর সরকার নামক একজন আন্দোলনকারী বলেছেন, ‘‘এখানে যা হচ্ছে তা ভয়াবহ, কল্পনার অতীত''৷ সিরিয়ার আরো কয়েকটি শহরে গণতন্ত্রপন্থীদের উপর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে৷

দামেস্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভছবি: Reuters

ইউরোপের অবস্থান কী?

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া ইস্যুতে ভেটো দেয় রাশিয়া এবং চীন৷ জার্মানি ও ফ্রান্স এই ভেটো প্রদানের নিন্দা জানিয়েছে৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন, তাঁর দেশ এবং ফ্রান্স যৌথভাবে একটি কন্টাক্ট গ্রুপ তৈরি করেছে৷ এই গ্রুপের কাজ হবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আল-আসাদের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানো৷ এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং সেদেশের স্বর্ণ বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে৷ ফ্রান্স এবং স্পেন সিরিয়ায় নিযুক্ত তাদের রাষ্ট্রদূতদের আলোচনার জন্য ফেরত আনার ঘোষণা দিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ