জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ভূমধ্যসাগরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা করার বিষয়টি বিবেচনা করছে জার্মানি৷ এর আগেও কিছু রাসায়নিক অস্ত্র ধ্বংসে সহায়তা করেছিল বার্লিন৷
বিজ্ঞাপন
জার্মানির সশস্ত্র বাহিনী ‘বুন্ডেসভার' সম্ভবত নতুন এক মিশনে অংশ নিতে যাচ্ছে৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজে মার্কিনীদের সহায়তা করবে জার্মানি৷ রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ মূলত একটি মার্কিন জাহাজে করা হবে৷ জার্মান নৌবাহিনী সেই জাহাজটির নিরাপত্তা দিতে পারে৷
জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী, বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার শাসকগোষ্ঠীকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে৷ তবে এই প্রক্রিয়ায় ইতোমধ্যে ধীরগতির অভিযোগ উঠেছে৷ সেদেশের সরকার দু'টি গুরুত্বপূর্ণ সময়সীমা লঙ্ঘন করেছে৷ বাশার সরকার অবশ্য জানিয়েছে, সিরিয়ায় অভ্যন্তরীণ সংঘাতের কারণে অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে৷
সিরিয়া যুদ্ধের ঘটনাপঞ্জি
সিরিয়ায় উপর খুব শীঘ্রই সামরিক শক্তি প্রয়োগ করতে পারে কয়েকটি পশ্চিমা দেশ৷ গত প্রায় আড়াই বছর ধরে গৃহযুদ্ধ চলছে সেদেশে৷ অথচ এই যুদ্ধ শুরু হয়েছিল শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে৷
ছবি: picture-alliance/dpa
যুদ্ধ এবং বিশৃঙ্খলা
সিরিয়ায় গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে এক লাখের মতো মানুষ৷ সম্প্রতি সেদেশে কথিত রাসায়নিক হামলায় কয়েকশত মানুষের প্রাণহানির ঘটনায় সক্রিয় হয়ে উঠেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ৷ সিরিয়ায় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে তারা৷ প্রশ্ন হচ্ছে, সম্ভাব্য হামলা কি সেদেশে কোনো পরিবর্তন আনতে পারবে?
ছবি: Reuters/Goran Tomasevic
শান্তিপূর্ণ প্রতিবাদ
২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয়৷ আরব বসন্তে অনুপ্রাণিত হয়ে সেদেশের বিরোধী দল প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয়৷ দারা এবং দামেস্কে জনগণ রাস্তায় নেমে আসেন৷ তাঁরা সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানান, মুক্তির দাবি করেন রাজনৈতিক বন্দিদের৷
ছবি: picture-alliance/dpa
প্রতিবাদকারীদের হটাতে ট্যাংক
এক পর্যায়ে প্রতিবাদকারীদের হটাতে রাস্তায় ট্যাংক নামায় আসাদ প্রশাসন৷ ফলে সেনাবাহিনীর সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়তে থাকে৷ মৃত্যুর মিছিলের সঙ্গে বাড়তে থাকে প্রতিবাদীদের ক্ষোভও৷ ফলে সিরিয়ার উপর নিষিধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন৷ পাশাপাশি সিরিয়া সরকারের বিরোধী বিভিন্ন পক্ষ তুরস্কে একটি জোট গঠন করে৷
ছবি: picture-alliance/dpa
পর্যবেক্ষক দল, বিদ্রোহী এবং ইসলামপন্থিরা
জুলাই নাগাদ সংঘর্ষে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যায়৷ তাসত্ত্বেও রাস্তায় অবস্থান নেয় অসংখ্য মানুষ৷ সেসময় সিরিয়ার সেনাবাহিনীর অনেক সদস্য দলত্যাগ করে বিরোধীদের সঙ্গে যোগ দেন৷ বিদ্রোহী বিভিন্ন মিলিশিয়া দলের সঙ্গে মিলে ২০১১ সালের অক্টোবরে তাঁরা তৈরি করেন ‘ফ্রি সিরিয়ান আর্মি৷’ বিদ্রোহীদের সঙ্গে উগ্র ইসলামপন্থী আল-কায়দা গোষ্ঠীর কিছু অনুসারীও আসাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে৷
ছবি: Reuters
গৃহযুদ্ধ
২০১১ সালের শেষের দিকে সিরিয়ায় গৃহযুদ্ধের পরিধি বাড়তে থাকে৷ সেবছরের ডিসেম্বরে সিরিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠায় আরব লিগ৷ কিন্তু পরিস্থিতি শান্ত হয় না৷ একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী দামেস্ক৷ পর্যবেক্ষকরাও বাধ্য হয়ে সরে যান৷ সরকারি বাহিনী হোমসসহ বিভিন্ন শহরে বিদ্রোহীদের দমনে কঠোর অভিযান শুরু করে৷
ছবি: Salah Al-Ashkar/AFP/Getty Images
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
২০১২ সালের মে মাসে হোমসে সরকারি বাহিনীর হামলায় কয়েকশত বেসামরিক মানুষ প্রাণ হারান৷ সেসময় প্রথমবারের মতো উদ্যোগী হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷ জাতসিংঘের পক্ষ থেকে বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরে যেতে বলা হয়, একইসঙ্গে সিরিয়ায় সরকার বাহিনীর নিপীড়নের নিন্দা জানানো হয়৷ আর বিদ্রোহীদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে আসাদকে সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷
ছবি: Getty Images
বিদ্রোহীদের জন্য আন্তর্জাতিক সহায়তা
আসাদের অনুগত বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন আস্তানায় বোমা বর্ষণ করে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন তখন বিদ্রোহীদের সহায়তা করতে শুরু করে৷ নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করে দেশ দু’টো৷
ছবি: picture-alliance/dpa
শরণার্থী
২০১২ সালের নভেম্বরে সিরিয়া সরকারের বিরোধীদের নিয়ে গঠিত ‘‘জাতীয় পরিষদ’’-কে সেদেশের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশ৷ তবে উগ্রপন্থী আল-নুসরা গোষ্ঠী এই পরিষদের মধ্যে নেই৷ সিরিয়ার কয়েক মিলিয়ন মানুষ এখন যুদ্ধ থেকে বাঁচতে ঘুরে বেড়াচ্ছেন৷ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন অনেক সিরীয়৷
ছবি: picture alliance / dpa
কথিত গ্যাস হামলা
২০১৩ সালের জুনে লেবাননের হিজবুল্লাহকে সঙ্গে নিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর কুশিয়ার পুর্নদখল করে সিরিয়ার সেনাবাহিনী৷ আগস্টে কথিত গ্যাস হামলায় ঘুতা শহরে কয়েকশত মানুষ নিহতের খবর প্রকাশ হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ মনে করে, এই গ্যাস হামলার জন্য দায়ী বাশার আল-আসাদ৷ আর এ ধরনের হামলা ওবামার ঠিক করে দেওয়া ‘রেড লাইন’-এর লঙ্ঘন৷
ছবি: Reuters
শুধুই ধ্বংস
বিশেষজ্ঞরা মনে করেন, সামরিক উপায়ে কোনো পক্ষই জিততে পারবে না৷ পশ্চিমাদের হামলার আশঙ্কা সত্ত্বেও ক্ষমতা ছাড়তে রাজি নন বাশার আল-আসাদ৷ অন্যদিকে, শান্তিপূর্ণ কোনো সমাধানে বিশ্বাসী নয় বিরোধী পক্ষ৷ আন্তর্জাতিক সমাজও তেমন কিছু করতে পারছে না৷ ফলে সিরিয়ায় চলমান সংঘাত থামার আশু কোনো লক্ষণ চোখে পড়ছে না৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
এদিকে, রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য মার্কিন শিপ ‘এমভি কেপ রে' প্রস্তুত করা হয়েছে৷ ৬৪৮ ফুট লম্বা এই কার্গো শিপটি সাধারণত ত্রাণ সরবরাহের কাজে ব্যবহার করা হয়৷ দক্ষিণ ইটালির একটি বন্দরে ঐ জাহাজটিতে ৬৫০ মেট্রিক টন রাসায়নিক দ্রব্য তোলা হবে৷
ভূমধ্যসাগরের ঠিক কোন অংশ রাসায়নিক অস্ত্র ধ্বংসের কাজ করা হবে, তা অবশ্য জানায়নি মার্কিন কর্মকর্তারা৷ তবে আগামী ৩১ মার্চের মধ্যে কেপ রে মিশন সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে৷
প্রসঙ্গত, সিরিয়া সংকট নিরসনে জেনেভায় শান্তি আলোচনা চলছে৷ তবে আলোচনা চলাকালে গৃহযুদ্ধে প্রাণহানি থেমে নেই৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, জেনেভায় গত ২২ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের শান্তি আলোচনা শুরুর পর থেকে প্রতিদিন গড়ে ২৩৬ ব্যক্তি প্রাণ হারাচ্ছেন৷
জেনেভা আলোচনা থেকে সুনির্দিষ্ট কোন ফলাফলও এখনো পাওয়া যায়নি৷ সিরিয়া সরকারের বিরোধী পক্ষ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাবিত ‘বিদেশি যোদ্ধাদের' সরিয়ে নেয়া এবং নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনায় সরকার এখনও রাজি হয়নি৷ বরং সরকার তাদের ভাষায় ‘সন্ত্রাসীদের' বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি নিয়ে আলোচনায় আগ্রহী৷