1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার লাইভ ছবি

১ মার্চ ২০১৮

বিদ্রোহীদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে সিরিয়া সরকার৷ যার বলি হচ্ছে অসংখ্য সাধারণ মানুষ ও শিশু৷ সিরিয়ার এক ১৫ বছরের বালকের ক্যামেরায় উঠে এসেছে সেই বিভৎসতার ছবি৷

Syrien Angriffe auf Ost-Ghuta
ছবি: Reuters/B. Khabieh

গত দু'সপ্তাহে সিরিয়ার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে৷ একদিকে কুর্দিদের পরাস্ত করতে তুরস্ক সৈন্য পাঠিয়েছে সিরিয়ার আফরিনে৷ অন্যদিকে সরকার বিরোধী বিদ্রোহীদের দমন করতে ঘউটা অঞ্চলে বোমারু হামলা চালাচ্ছে আসাদ সরকার৷ যার বলি হচ্ছেন হাজার হাজার নিরপরাধ মানুষ৷ যার অধিকাংশই শিশু এবং মহিলা৷ সিরিয়ার সেই ভয়াবহ ছবি লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ১৫ বছরের মুহম্মদ নাজেম৷ দামাস্কের অদূরে বিদ্রোহীদের অঞ্চলে থাকে নাজেম৷

আসাদ সরকারের বোমারু হানার ছবি সে ক্যামেরাবন্দি করছে এবং সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে৷ সঙ্গে বিশ্বের কাছে তার প্রার্থনা, সকলে এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে একযোগে প্রতিরোধ গড়ে তুলুক৷

নাজেমের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ বিভিন্ন সংবাদসংস্থা তার ছবি শেয়ার করছে৷ দেখানো হচ্ছে তার তোলা ভিডিও৷ নাজেম একা নয়, তার বন্ধুরাও বিশ্ববাসীর কাছে প্রার্থনা করছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে তাদের মুক্ত করার জন্য৷ বোমাবিধ্বস্ত প্রতিটি মুখের একটাই প্রার্থনা, এভাবে আমাদের শৈশব-কৈশোরকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না৷ আসাদ সরকারের বিরুদ্ধেও তাদের ক্ষোভ উগরে দেওয়া হয়েছে ভিডিওতে৷

এসজি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ