1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার শরণার্থীদের জন্য অর্থ সাহায্য প্রয়োজন

২৭ আগস্ট ২০১২

সিরিয়াতে ক্রমেই বেড়ে চলেছে শরণার্থীর সংখ্যা৷ তাদের জন্য জরুরি ভিত্তিতে ৫০ মিলিয়নের বেশি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ৷ এদিকে দামেস্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে৷ বিদ্রোহীরা দাবি করেছে তাদের গুলিতে একটি ভূপাতিত হয়েছে৷

ছবি: Reuters

সিরিয়াতে গৃহযুদ্ধের কারণে দেশটির সীমান্ত অঞ্চলে দিন দিন বাড়ছে শরণার্থীর সংখ্যা৷ ইতিমধ্যে জর্ডানে সিরীয় শরণার্থীর সংখ্যা দুই লাখ ছুঁয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী কমিশন৷ এই অবস্থাতে সেখানে দুরবস্থার মধ্যে কাটাচ্ছে শরণার্থীরা৷ বিশেষ করে নারী ও শিশুদের অবস্থা বেশি খারাপ৷ অনেক শিশুর টিকার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের টিকা দেওয়া যাচ্ছে না৷ জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ সোমবার এক বিবৃতিতে জরুরী অর্থ সাহায্য চেয়েছে৷ শরণার্থী শিবিরে স্বাস্থ্য সুরক্ষা খাতে এবং সেখানে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য তারা ৫৪ মিলিয়ন ডলার সহায়তা চেয়েছে৷ জর্ডানের সীমান্ত এলাকায় জাতারি নামে শরণার্থী শিবিরে এখন রয়েছে ১৭ হাজার মানুষ৷ মাত্র আড়াই বর্গ মাইল এলাকার মধ্যে তারা বাস করছে৷ সেখানকার ইউনিসেফের প্রতিনিধি ডমিনিক হাইডে বললেন, ‘‘এই বছরের শেষের মধ্যেই এখানকার লোক সংখ্যা ৭০ হাজার হয়ে যাবে বলে আমাদের ধারণা৷ গত সপ্তাহান্তে কেবল এক রাতেই দুই হাজার মানুষ সীমান্ত পাড়ি দিয়েছে৷''

এদিকে দামেস্কের বাইরে বিদ্রোহীদের সঙ্গে আসাদ বাহিনীর যুদ্ধ চলছে৷ ফ্রি সিরিয়ান আর্মির সেনারা দাবি করেছে, তারা সোমবার একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে৷ পাইলটের লাশও তারা পেয়েছে বলে দাবি করেছে৷ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় উড়ন্ত অবস্থায় হেলিকপ্টারটিতে আগুন ধরে গেছে৷ তবে সেটি বিদ্রোহীদের গুলিতে হয়েছে কিনা সেটি স্পষ্ট নয়৷ সরকারি টেলিভিশন কেবল জানিয়েছে, একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে৷ কাবুনের পূর্বের জেলার একটি মসজিদের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সরকারি টেলিভিশন৷ এর আগে গত ১৩ আগস্টা বিদ্রোহীরা দাবি করেছিলো পূর্বাঞ্চলের দেইর আল জর এলাকাতে তারা একটি জঙ্গি বিমান ধ্বংস করেছে৷ তবে সেটির সত্যতা যাচাই করা যায়নি৷

সিরিয়াতে গৃহযুদ্ধের কারণে দেশটির সীমান্ত অঞ্চলে দিন দিন বাড়ছে শরণার্থীর সংখ্যাছবি: AP

এদিকে কাবুনি শহরে সকাল থেকেই বিদ্রোহীদের বিরুদ্ধে গোলাবর্ষণ করে যাচ্ছে সরকারি বাহিনী৷ লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, কাবুন এবং জুবার জেলাতে আসাদ বাহিনী বিদ্রোহীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে৷ ওই এলাকাগুলোতে বিদ্রোহীদের অবস্থান তুলনামূলক শক্ত৷ দারা শহরে আসাদ বাহিনী গত কয়েকদিনে গণহত্যা চালিয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা৷ তারা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ২৪১ টি লাশ তারা শনাক্ত করতে পেরেছে৷

আরআই/এসবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ