দাতা জোলি
২৫ জুন ২০১২এদিকে, ওয়াল্ট ডিজনির নতুন ছবি ‘মেলফিসেন্ট’-এ ষাঁড়ের পালের মাঝে অভিনয় করলেন জোলি৷
অস্কার জয়ী অভিনেত্রী জোলি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'এর বিশেষ দূত৷ তিনি বিশ্ব শরণার্থী দিবসে ঘোষণা দিলেন সিরিয়ার শরণার্থীদের সহায়তায় হাত বাড়িয়ে দেওয়ার৷ এক বিবৃতিতে জোলি বিশ্বের ক্রমবর্ধমান বাস্তুহারা মানুষের সমস্যা সমাধান রাজনৈতিক এবং একইসাথে মানবিক বিষয় বলে উল্লেখ করেন৷ তাঁর ভাষায়, ‘‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সংঘাত প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া৷ কেননা একমাত্র দ্রুত সংঘাত বন্ধের মাধ্যমেই শরণার্থীদের দুর্ভোগ দূর করা সম্ভব৷''
উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে চলমান গণবিক্ষোভ এবং বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে বিপুল সংখ্যক সিরীয় নাগরিক প্রধানত তুরস্ক এবং লেবাননে গিয়ে আশ্রয় নিচ্ছে৷ জোলির ত্রাণ সহায়তা এসব শরণার্থীদের দুর্ভোগ লাঘবে খরচ করা হবে৷
এদিকে, ১৯৫৯ সালের ডিজনি ক্ল্যাসিক ‘স্লিপিং বিউটি'-র না বলা গল্প নিয়ে জীবনধর্মী রূপকথার কাহিনী সমৃদ্ধ ছবি ‘মেলফিসেন্ট'-এ অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি৷ ইতিমধ্যে যুক্তরাজ্যে শুরু হয়েছে ছবিটির চিত্রধারণের কাজ৷ ছবিটির নির্মাতা দুই বারের অস্কার বিজয়ী প্রযোজক রবার্ট স্ট্রমব্যার্গ৷ ছবিটিতে এমন সব ঘটনার সমাবেশ ঘটেছে যা নায়িকার হৃদয়কে চরম কঠোর করে তুলবে এবং এক পর্যায়ে শিশু অরোরাকে অভিশপ্ত করে তার চরম ক্ষতি সাধন করবে৷
ছবিটির একটি দৃশ্যে রয়েছে, এক পাল ষাঁড়ের মাঝে জোলির অভিনয়৷ ষাঁড়ের মতোই দু'টি শিংধারী এক ভয়ঙ্কর চেহারা নিয়ে সেখানে হাজির জোলি৷ আর ষাঁড়ের মাঝে জোলির এই ঝুঁকিপূর্ণ অভিনয়ের চিত্রধারণ ইতিমধ্যে ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গেছে৷ ২০১৪ সালের ১৪ই মার্চ ত্রিমাত্রিক ধারায় ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি৷
এএইচ / ডিজি (এএফপি)