1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার শহরে ইসরায়েলের বিমান হামলা

২৮ ডিসেম্বর ২০২১

সিরিয়ার বন্দর শহর লাটাকিয়াতে বিমান হামলা চালালো ইসরায়েল। এই মাসে দ্বিতীয়বার।

গত ৭ ডিসেম্বর সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার পরের ছবি। ছবি: SANA/AP/picture alliance

সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার বিমান হামলা করে ইসরায়েল। এর আগে ৭ ডিসেম্বর তারা একই শহরে বিমান হামলা করেছিল। সেই হামলায় একটি গুদামে আগুন ধরে যায়, কিন্তু কেউ মারা যাননি।

সিরিয়ার সংবাদমাধ্যম সানা সামরিক সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, রাত তিনটা ২১ মিনিট নাগাদ বন্দর শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল কনটেনার ইয়ার্ড।

কী ক্ষয়ক্ষতি হয়েছে

সানা জানিয়েছে, বিমান হামলার পর একজন সিরীয় সেনা মারা গেছেন এবং অন্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিমানবন্দরের কনটেনার ডিপোয় আগুন ধরে যায়।

সিরিয়ার সরকারি টিভির রিপোর্ট জানাচ্ছে, একটি হাসপাতাল ও কিছু বাড়িও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান হামলার এক ঘণ্টা পরেও দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত ছিলেন।

ইসরায়েল ও সিরিয়া

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, গত ৭ ডিসেম্বর ইসরায়েল বিমান হামলা করেছিল সিরিয়ায়। তবে সেই হামলা ছিল সামরিক ঘাঁটি লক্ষ্য করে।

ইসরায়েলের সেনার তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইসরায়েল অতীতে জানিয়েছে, তারা ইরানপন্থি মিলিশিয়াকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে। এমনকী দামাস্কের প্রধান বিমানবন্দরেও তারা হামলা করেছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ