1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় বিদ্রোহীদের হামলা

১ সেপ্টেম্বর ২০১২

সিরিয়ার বিমান বাহিনীর স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে বিদ্রোহীরা৷ বিভিন্ন শহরে সরকারি সৈন্যদের হামলা চলছে৷ এদিকে, জাতিসংঘের সাবেক মহাসচিব আনানের স্থলে আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্ব নিলেন লাখদার ব্রাহিমি৷

ছবি: picture alliance / dpa

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠী এখন বিমান বাহিনীর স্থাপনাগুলো দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ শনিবার সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত বিমান বাহিনীর একটি প্রতিরক্ষা স্থাপনা দখল করে নিয়েছে বলে বিদ্রোহীরা দাবি করেছে৷ এছাড়া তারা একটি সামরিক বিমানবন্দরেও হামলা চালিয়েছে৷ তুরস্কের সীমান্তের কাছাকাছি এলাকা ইদলিব এবং আলেপ্পোর কুরিস সামরিক বিমান ঘাঁটিতে হামলার পরই তেল সমৃদ্ধ দির আল-জুর এলাকাতে বিদ্রোহীরা এই হামলা চালালো৷

যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর মুখপাত্র রামি আব্দুল রহমান জানিয়েছেন, বিদ্রোহীরা দির আল-জুরে বিমান ঘাঁটি দখল করে সেখান থেকে অন্তত ১৬ জন সৈন্যকে আটক করেছে৷ এছাড়া বিদ্রোহীরা বিমান বিধ্বংসী বেশ কিছু ক্ষেপণাস্ত্রও নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে৷ সংস্থাটির মুখপাত্র আরো জানান, বিদ্রোহীরা আলবু কামাল এলাকায় অবস্থিত হামদান সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে৷ এই সামরিক ঘাঁটিটি ইরাক সীমান্তের কাছে অবস্থিত৷

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী গোষ্ঠী এখন বিমান বাহিনীর স্থাপনাগুলো দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেছবি: Reuters

অন্যদিকে, সিরিয়ার সরকারি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সরকারি সেনা সদস্যরা ‘অজ্ঞাত সন্ত্রাসীদের' হামলার জবাবে আলেপ্পোর উপকণ্ঠে আল-কালসায় হামলা চালিয়েছে৷ এছাড়া সিরিয়ার উপ-পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মোকদাদ ইরানের আল-আলম টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসীদের এবং আল-কায়েদা সদস্যদের সিরিয়ায় পাঠানোর অভিযোগ তুলেছেন৷

সিরিয়ায় জাতিসংঘ ও আরব লিগের পক্ষ থেকে নিযুক্ত সাবেক দূত কোফি আনানের স্থলাভিষিক্ত হলেন আলজেরিয়ার সাবেক পররাষ্ট্র মন্ত্রী লাখদার ব্রাহিমি৷ ব্রাহিমির সাথে টেলিফোন সংলাপে চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং জিয়েচি সিরিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ জিয়েচি ব্রাহিমির দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, সিরিয়ার সংকট সমাধানে রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে চীন তাঁকে সহায়তা করবে৷

এদিকে, সিরিয়ার শরণার্থীদের জন্য আরো দেড় কোটি ক্রোনার তথা ২০ লাখ ইউরো সহায়তার ঘোষণা দিল ডেনমার্ক৷ এর মধ্যে এক কোটি ৩০ লাখ ক্রোনার দেওয়া হবে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার কাছে এবং বাকি ২০ কোটি ক্রোনার ড্যানিশ ত্রাণ সংস্থা নিজেই জর্ডানে আশ্রয় গ্রহণকারী সিরীয় শরণার্থীদের জন্য খরচ করবে৷ নতুন করে ২০ লাখ ইউরো ত্রাণ সহায়তা প্রদানের ঘোষণার ফলে সিরীয় শরণার্থীদের জন্য ডেনমার্কের অর্থ সহায়তা দাঁড়ালো এক কোটি ইউরো৷

এএইচ / এআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ