1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার শিশুরা ঘরছাড়া

২৩ আগস্ট ২০১৩

সিরিয়া থেকে এতদিন পাওয়া যাচ্ছিল মৃতের সংখ্যা, নানা রকমের দুঃসংবাদ৷ সর্বশেষ বড় দুঃসংবাদ হলো, শিশুরা সেখানে পরিবার হারিয়ে প্রাণভয়ে দেশ ছাড়ছে৷ দেশছাড়া শিশুর সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷

Syrian refugees in Kurdistan- Iraq Photo title: Lunch portion Photo description: Kids get their lunch portion in the camp Place and date: 08.2013 Kurdistan - Iraq copyright: DW/ Mihyedin Isso zugeliefert von: Aref Gabeau
ছবি: DW/M. Isso

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০১১ সালের মার্চে শুরু হওয়া যু্দ্ধের কারণে এ পর্যন্ত ১০ লক্ষ শিশু দেশ ছাড়তে বাধ্য হয়েছে৷ এছাড়া দেশেও আছে পরিবারের সবাইকে হারিয়ে দিশেহারা ২০ লক্ষ শিশু৷ দেশ ছেড়ে শরণার্থীর জীবন মেনে নিতে বাধ্য হওয়া শিশুদের মধ্যে ৭ লক্ষ ৪০ হাজার শিশুর বয়স ১১ বছরের চেয়েও কম বলে জানিয়েছে সংস্থাটি৷ ইউএনএইচসিআর-এর প্রধান অ্যান্থনি লেক সিরীয় ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হওয়া শিশুদের দুরবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘‘এই ১০ লক্ষ শিশু কিন্তু স্রেফ সংখ্যা নয়৷ এটা স্রেফ শিশুদের ঘর, এমনকি হয়ত পরিবার থেকেও উপড়ে ফেলার ঘটনা৷ সব হারিয়ে তারা এখন কতটা আতঙ্কগ্রস্ত তা অনুমান করা কঠিন নয়৷''

সিরীয়রা সীমানা অতিক্রম করে ইরাকে যাচ্ছেছবি: Reuters

কিছু তথ্যেও প্রকাশ পেয়েছে শিশুদের দুর্ভোগের চিত্র৷ সীমানা অতিক্রম করে মূলত লেবানন, জর্ডান, তুরস্ক, ইরাক এবং মিশরে যাচ্ছে সিরীয়রা৷ শিশুদের গন্তব্যও এই দেশগুলোই৷ ইদানীং অবশ্য পূর্ব আফ্রিকা এবং ইউরোপেও সিরীয় শরণার্থী বাড়ছে৷ শরণার্থী শিশুদের মধ্যে সাড়ে তিন হাজারের সঙ্গে পরিবারের কোনো সদস্য নেই৷ অনেক শিশু আবার পাচার হয়ে যাচ্ছে৷ যৌন নিপীড়ন, এমনকি ধর্ষণের শিকারও হচ্ছে তারা৷

অন্য দেশে আশ্রিত জীবনে নতুন মুখও আসছে সিরীয় শরণার্থী পরিবারে৷ এমন নবজাতকদের যাতে ‘দেশহীন' পরিচয়ে বড় হতে না হয় সে ব্যবস্থা করতে তাদের জন্ম নিবন্ধন করাচ্ছে ইউএনএইচসিআর৷ নবজাতকের পরিবারকে ন্যূনতম নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দেয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি৷

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ