1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় অবরুদ্ধ যাঁরা

১২ ফেব্রুয়ারি ২০১৪

হোমস নগরী থেকে আটকে পড়া সিরীয়দের সরিয়ে নেয়ার সময় দেখা দিচ্ছে নানান সমস্যা৷ সেখানকার পরিস্থিতি এ মুহূর্তে ভয়াবহ৷ মানসিকভাবে বিপর্যস্ত অবরুদ্ধদের পাশে দাঁড়াতে গিয়ে মনরোগ বিশেষজ্ঞরাও পড়ছেন সমস্যায়৷

ছবি: Reuters

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে এখন যুদ্ধ বিরতি চলছে৷ দু'পক্ষের সম্মতিতে এই সুযোগে হোমস নগরী থেকে সরিয়ে নেয়া হচ্ছে আটকে পড়া সিরীয়দের৷ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ১৫'শ মানুষকে বের করে এনেছে রেড ক্রিসেন্ট সোসাইটি৷ বুধবার সিরিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান খালেদ এর্কসুসি অবশ্য অবরুদ্ধদের সরিয়ে নেয়ায় বেশ কিছু সমস্যার কথা জানিয়েছেন৷ তিনি জানান, জাতিসংঘ এবং হোমসের গভর্নর তালাল বারাজির মধ্যে বৈঠক চলছে, সেখানে দু'পক্ষ কিছু বিষয়ে একমত হলে অবরুদ্ধদের সরিয়ে নেয়ার কাজ আবার পুরোদমে শুরু করা হবে৷

খালেদ এর্কসুসি জানান, তিনি এ মুহূর্তে আরো বেশি খাদ্য সহায়তা এবং হোমসে আটকে পড়া সব সিরীয়কে বের করে আনার পক্ষে বিবদমান দু'পক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি আশা করছেন৷

বড় সমস্যা দেখা দিয়েছে হোমসের একটি অঞ্চলে আটকে পড়া ২৮টি পরিবারকে নিয়ে৷ অধিকাংশ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ওই পরিবারগুলো কোনোভাবেই হোমস ছাড়তে পারছে না৷ বিদ্রোহী অধিকৃত অঞ্চলটি থেকে বেরোনোর পথ এখনো বিপদসংকুল৷ আসাদের অনুগত বাহিনী এবং বিদ্রোহীদের পক্ষ থেকে পরিবারগুলোকে বের করে আনার ব্যাপারে এখনো প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন খালেদ এর্কসুসি৷

এদিকে আটকে পড়াদের খাদ্য সহায়তার পাশাপাশি চিকিৎসা সহায়তাও দেয়া হচ্ছে৷ যুদ্ধের ভয়াবহতার মধ্যে দীর্ঘ দিন বসবাস করার ফলে আটকে পড়াদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত৷ রেড ক্রিসেন্ট তাঁদের সারিয়ে তোলার জন্য মনরোগ বিশেষজ্ঞদের পাঠিয়েছে৷ কিন্তু খালেদ এর্কসুসি জানান, হোমসের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিপর্যস্তদের সারিয়ে তুলতে গিয়ে অনেক মনরোগ বিশেষজ্ঞরাই নাকি মানসিকভাবে ভেঙে পড়ছেন!

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ