সিরিয়ায় সাময়িক শান্তি ফেরাতে অস্ত্রবিরতির উদ্যোগ বার বার বিফল হচ্ছে৷ পরিস্থিতি সামলাতে চলছে মার্কিন ও রুশ কূটনৈতিক উদ্যোগ৷ এদিকে আলেপ্পো শহরের হতাহতের সংখ্যা বেড়ে চলেছে৷
বিজ্ঞাপন
সিরিয়ায় বিবদমান গোষ্ঠীগুলির মধ্যে বোঝাপড়া কিছুতেই স্থায়ী হচ্ছে না৷ জেনিভায় আলোচনা প্রক্রিয়ায় কখনো সাফল্য দেখা গেলেও কিছুদিন পর আবার সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই অবস্থায় নতুন উদ্যোগ শুরু করেছেন৷ জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দে মিস্তুরা কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন৷
কেরি জানিয়েছেন, অস্ত্রবিরতির উপর নজর রাখতে জেনিভায় পর্যবেক্ষকদের সংখ্যা আরও বাড়ানোর বিষয়ে রাশিয়াও সম্মতি জানিয়েছে৷ বিশেষ করে আলেপ্পো শহরে লাগাতার সংঘর্ষের ফলে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থার উন্নতির জন্য চাপ বাড়ছে৷ শুধু গত এক সপ্তাহে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ একাধিক হাসপাতালেও হামলা হয়েছে৷ কেরি এর জন্য বাশার আল-আসাদের বাহিনীকে দায়ী করেছেন৷
অ্যামেরিকা, রাশিয়া ও জাতিসংঘের সমন্বয়ের মাধ্যমে আংশিক অস্ত্রবিরতির উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে৷
অস্ত্রবিরতি নিয়ে জটিলতার অন্যতম কারণ আলেপ্পো শহরে আল-কায়েদার ঘনিষ্ঠ আল নুসরা ফ্রন্টের উপস্থিতি৷ বিশেষ করে আসাদ সরকার ও রাশিয়া তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি অস্ত্রবিরতি সংক্রান্ত বোঝাপড়ায় আল-নুসরাকে শরিক করা হয়নি৷
শরণার্থী শিবিরে জীবন যেমন
শরণার্থী সংকট নিরসনের জন্য নেয়া হচ্ছে নতুন নতুন পদক্ষেপ৷ আসলে কোথায় কেমন আছে শরণার্থীরা? শরণার্থী শিবিরে তাদের জীবন কেমন? চলুন দেখা যাক৷
ছবি: picture-alliance/AP/R, Adayleh
ফ্রান্সে আন্তর্জাতিক মানের শরণার্থী শিবির
এ মাসেই খুলেছে ফ্রান্সের ডুনকিন শহরের কাছের গ্রান্ডে-সিন্থের এই শরণার্থী শিবির৷ ৩৭৫টি ক্যাবিন তৈরির পরিকল্পনা নিয়ে কাজ শুরু হলেও শিবিরে এ পর্যন্ত ২০০টি ক্যাবিনের কাজ শেষ হয়েছে৷ ২৫০০ শরণার্থীর জন্য তৈরি এ শিবিরটিতে স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধাই আছে৷
আলজেরিয়ার এক শরণার্থী শিবিরেরই স্কুলে শিশুদের পড়াচ্ছেন এক শিক্ষক৷ আলজেরিয়ার পাঁচটি শিবিরে এখন ১ লক্ষ ৬৫ হাজার শরণার্থী রয়েছে৷
ছবি: Reuters/Z. Bensemra
ভয় আর আতঙ্ক
গ্রিসের ইডোমেনি গ্রামের শিবিরের এক কিশোরী৷ চোখে-মুখে তার ভয় আর আতঙ্ক৷
ছবি: Reuters/A. Avramidis
আনন্দ
ইডোমেনির শরণার্থী শিবিরে শিশুদের খেলা দেখিয়ে আনন্দ দিচ্ছে এক পারফর্মার৷ চিকিৎসকদের পরামর্শেই শিশুদের মন ভালো রাখার জন্য মাঝে মাঝে এমন আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়৷
ছবি: Getty Images/D. Kitwood
পরিবর্তনের আশা
সিরিয়া ও মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কয়েকটি দেশ থেকে তুরস্কে আশ্রয় নিয়েছে প্রায় ২৭ লাখ শরণার্থী৷ তুরস্কের সুরুক শহরের শিবিরে তাঁবুর সারির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন এক মাঝবয়সি শরণার্থী৷ তাকে অনুসরণ করছে এক শিশু৷ দু’জনই চায় পরিস্থিতির পরিবর্তন৷
ছবি: Getty Images/C. Court
বিশ্রাম
উত্তর-পূর্ব সুদানের এক আশ্রয় কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন কয়েকজন ইরিত্রীয় অভিবাসনপ্রত্যাশী৷