1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর বিরুদ্ধে অভিযান

২ জুন ২০১৬

কুর্দ-নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী সিরিয়ার উত্তরের মনবিজ শহর দখল করার জন্য অভিযান শুরু করেছে৷ লক্ষ্য হলো, তথাকথিত আইএস-এর তুরস্ক থেকে সরবরাহের পথ বন্ধ করা৷ বিমান হানা চালিয়ে সাহায্য করছে মার্কিন নেতৃত্বাধীন জোট৷

সিরিয়ায় মার্কিন সৈন্য
ছবি: Getty Images/AFP/D. Souleiman

তথাকথিত ‘মনবিজ পকেট' দখল করার অভিযান শুরু হয় মঙ্গলবার৷ মঙ্গলবারই মার্কিন জোটের জঙ্গিজেট অন্তত ১৮ বার হানা দেয় ও মনবিজের কাছে ইসলামিক স্টেটের ছয়টি সামরিক গোষ্ঠী, দু'টি প্রশাসনিক কার্যালয় ও একটি প্রশিক্ষণ কেন্দ্রের উপর রকেট আক্রমণ চালায়৷

মনবিজ শহরটি উত্তরে তুর্কি সীমান্তের কাছের জারাব্লুস ও দক্ষিণে রাকার মাঝামাঝি অবস্থিত৷ রাকায় রসদ আসে মূলত এই পথে, তাই আইএস-বিরোধী যোদ্ধারা মনবিজ ও জারাব্লুস দখল করতে চায়৷ তা দখল করা গেলে আইএস-এর আরো পশ্চিমে কয়েকটি গ্রামীণ এলাকা ছাড়া তুরস্কের সঙ্গে যোগাযোগ রাখার আর কোনো পথ থাকবে না৷

অভিযান চালাচ্ছে মূলত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ, যদিও দৃশ্যত শ-দুয়েক মার্কিন সেনা তাদের সঙ্গে রয়েছে৷ প্রেসিডেন্ট ওবামা এই স্থলাভিযানের জন্য প্রায় ৩০০ মার্কিন সৈন্য মঞ্জুর করেছেন বলে খবর পাওয়া গেছে৷

এসডিএফ বাহিনীতে কুর্ডিশ পিপলস প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজি সদস্যই বেশি৷ কাজেই ওয়াইপিজি যে তুর্কি-সিরীয় সীমান্তের অবশিষ্ট অংশটুকুও নিজেদের দখলে আনবে, আংকারার সেটা কাম্য নয়৷ ন্যাটো সহযোগী তুরস্ককে আশ্বস্ত করার জন্যই পেন্টাগনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, মনবিজ অভিযানে প্রধানত এসডিএফ-এর আরব যোদ্ধারা অংশগ্রহণ করছে, সেখানে কুর্দি যোদ্ধাদের সংখ্যা নাকি বিশ শতাংশের বেশি নয়৷ এমনকি যুদ্ধের পর কুর্দিরা আরবদের হাতে জমি ছেড়ে দেবে- এমন আশ্বাসও নাকি দিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা৷ তবে লন্ডন-ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে যে, এসডিএফ-এর অভিযানে প্রধানত ওয়াইপিজি মিলিশিয়া অংশ নিচ্ছে৷

মনবিজ অভিযান সফল হলে, পরের লক্ষ্য হবে রাকা, এটা ধরে নেওয়া যেতে পারে৷ অপরদিকে একটানা যুদ্ধের ফলে সিরিয়ার জনসাধারণের শোচনীয় অবস্থা আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে৷ ফ্রান্স এবার জাতিসংঘের প্রতি সিরিয়ায় ত্রাণসাহায্য ‘এয়ার ড্রপ' করতে শুরু করার আহ্বান জানিয়েছে৷

এসি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ