1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস বন্দিদের কারাগারে দাঙ্গা

৩০ মার্চ ২০২০

সিরিয়ার উত্তরপূর্বের হাসাকেহ প্রদেশে একটি কারাগারে কারারক্ষীদের সঙ্গে বন্দিদের দাঙ্গার সময় কয়েকজন বন্দি পালিয়ে গেছেন৷

ছবি: picture-alliance/ZUMAPRESS/C. Guzy

ওই কারাগারে 'ইসলামিক স্টেট'এর বন্দিরা রয়েছে বলে দাবি কুর্দি কর্মকর্তাদের৷ রোববারের ওই দাঙ্গায় বন্দিরা কারাগার ভবনের নিচতলার দখল নিয়েছে৷  

কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রাটিক ফোর্স (এসডিএফ) এর মুখপাত্র মুস্তাফা বালি টুইটারে জানান, বন্দিরা কারাগারের ভেতরের দরজা ভেঙ্গে ফেলেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গাপুলিশ ডাকা হয়েছে৷ 

বালি বলেন, ''কারাগারে মাঝেমধ্যেই দাঙ্গা হয়৷ কিন্তু এবারের ঘটনা অন্য সময়ের তুলনায় বড়৷

''আইএস জঙ্গিরা হাসাকাহ কারাগারের ভেতরের দেয়াল ও দরজা ভেঙ্গে ফেলেছে৷ দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে৷''

হাসাকাহ কারাগারে বন্দি আইএস জঙ্গিরা দলটির সাধারণ সদস্য এবং বেশিরভাগই বিদেশি নাগরিক৷ তবে দাঙ্গার সুযোগে কতজন বন্দি পালিয়ে গেছেন প্রাথমিকভাবে তা এখনো বোঝা যাচ্ছে না বলেও জানান তিনি৷

করোনা ভাইরাস আতঙ্কে এ দাঙ্গা হয়নি বলেও দাবি করেন বালি৷ বলেন, ''সিরিয়ার কারাগারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি থাকলেও এখনো বন্দিদের মধে্য সংক্রমণের খবর পাওয়া যায়নি৷''

উত্তরপূর্ব সিরিয়ায় ২৪টির বেশি কারাগারে নিরাপত্তার দায়িত্বে আছে কুর্দি বাহিনী৷ যেখানে ১০ হাজারের বেশি বন্দি আছে৷ যাদের প্রায় দুই হাজার বিদেশি নাগরিক৷

এসএনএল/(এপি,এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ