1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় আটকদের ফেরত নিতে ট্রাম্পের চাপ

১৭ ফেব্রুয়ারি ২০১৯

তবে এখনও পর্যন্ত আইএস-এর সঙ্গে লড়াই করা নাগরিকদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে ইউরোপের দেশগুলোর কাছ থেকে কোনো সাড়া মেলেনি৷

ছবি: picture alliance/AP Photo/H. Malla

সিরিয়ায় আটক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-এর ইউরোপীয় সদস্যদের যার যার দেশে ফেরত নিতে চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷

এখন পর্যন্ত কয়েক শত বিদেশি আইএস যোদ্ধাকে সিরিয়ায় আটক করেছে মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান কুর্দিশ যোদ্ধারা৷ তাদেরকে নিজ নিজ দেশে ফেরত নেয়ার জন্য শনিবার আহ্বান জানিয়েছেন ডোলান্ড ট্রাম্প৷

এক টুইটে তিনি বলেন, ‘‘সিরিয়ায় প্রায় ৮০০ আইএস যোদ্ধাকে আটক করে বিচারের সম্মুখীন করা হয়েছে এবং তাদের ফেরত নিতে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অন্য ইউরোপীয় মিত্রদের আহ্বান জানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ খিলাফতের পতন ঘটেছে৷ বিকল্প ব্যবস্থা হিসেবে আমরা যদি তাদের মুক্তি দিয়ে দেই, তা খুব একটা ভালো কিছু হবে না৷''

তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র চায় না তারা ইউরোপে ছড়িয়ে পড়ুক, কিন্তু সেটাই হওয়ার ভয় রয়েছে৷ আমরা অনেক কিছু করেছি, অনেক অর্থ ব্যয় করেছি৷ এখন অন্যদের এগিয়ে আসার সময়, যা করার সামর্থ্যও তাদের রয়েছে৷ আমরা খিলাফতের বিরুদ্ধে শতভাগ বিজয়ের পর ফেরত আসছি৷''

বেশ কিছু দেশ থেকে আইএস-এর পক্ষে লড়াই করতে আসা ৮০০ যোদ্ধা, ৬০০ নারী ও ১,২০০ শিশুকে আটক করেছে মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্র্যাটির ফোর্সেস৷

তবে সিরিয়া ও ইরাকে আইএসে যোগ দেয়া নিজদেশের নাগরিকদের ফেরত নেয়ার ব্যাপারে উদ্বিগ্ন ইউরোপের সরকারগুলো৷ আইএস-এর চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে ফ্রান্স, জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশে হামলার ঘটনার পর জঙ্গিদের দেশে ফেরত আনলে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করছে দেশগুলোর সরকার৷

কিন্তু সিরিয়া থেকে মার্কিনসেনা প্রত্যাহারের ঘোষণার পর কুর্দি নিয়ন্ত্রিত এলাকার নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ ইউরোপীয় আইএস যোদ্ধারা দেশে ফিরে ইউরোপে সন্ত্রাসী হামলা চালাতে পারে, এমন আশঙ্কাও করছে দেশগুলো৷

কুর্দি যোদ্ধাদের এক মুখপাত্র এ মাসের শুরুতে ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, অর্ধশতাধিক জার্মান আইএস যোদ্ধা, নারী ও শিশু তাদের কাছে বন্দি রয়েছে৷

জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তার অভাব ও দামাস্কাসের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকায় আটক ব্যক্তিদের ব্যাপারে কিছু করা সম্ভব হচ্ছে না৷

ফ্রান্স অবশ্য সম্প্রতি সিরিয়ায় আটক ফরাসি আইএস যোদ্ধাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আভাস দিয়েছে৷

চেস উইন্টার/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ