1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান যোদ্ধাদের ফেরানোর আহ্বান

৫ ফেব্রুয়ারি ২০১৯

তথাকথিত জঙ্গিসংগঠন ইসলামিক স্টেট বা আইএস-এর হয়ে লড়তে জার্মানি থেকে সিরিয়া ও ইরাকে গিয়েছিলেন প্রায় এক হাজার মানুষ৷ তাদের অনেকে পরিবারসহ সিরীয় কুর্দিদের হাতে আটক আছেন৷

Irak angehörige des IS in Gefangenschaft
ছবি: Getty Images/AFP/S. Hamed

আটক ব্যক্তিদের জার্মানিতে ফিরিয়ে নেয়ার ব্যাপারে জার্মানি তার দায়িত্ব ‘এড়িয়ে চলছে' বলে দাবি কুর্দি কর্তৃপক্ষের৷

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হঠাৎ সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়ার পর কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুরস্কের সামরিক হামলার আশঙ্কা করছেন কুর্দিরা৷ এই পরিস্থিতিতে কুর্দিদের হাতে আটক বিদেশি যোদ্ধা এবং তাদের স্ত্রী ও সন্তানদের জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷

সিরিয়ার কুর্দিদের সংগঠন ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস' বা এসডিএফ এতদিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর সমর্থন নিয়ে আইএস এর বিরুদ্ধে লড়ে এসেছে৷ এখন মার্কিন সেনাদের প্রত্যাহারের ঘোষণায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন৷

এসডিএফ জানিয়েছে, তাদের কাছে এক ডজন দেশের প্রায় ৮০০ যোদ্ধা, ৬০০ নারী ও  ১,২০০-র বেশি শিশু আটক রয়েছে৷ ‘‘এদের মধ্যে অনেক জার্মান আইএস যোদ্ধা, নারী ও শিশু রয়েছে,'' বলে ডয়চে ভেলেকে জানিয়েছে সিরীয় কুর্দিদের ডি-ফেক্টো পররাষ্ট্র অফিস৷

প্রত্যন্ত এলাকায় এখনো অভিযান চলায় বিদেশি যোদ্ধাদের আটক হওয়ার সংখ্যা বাড়ছে৷

এদিকে, রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কায় আইএস-এর হয়ে লড়া যোদ্ধাদের ফিরিয়ে আনার ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশ উদাসীনতা দেখাচ্ছে৷ কারণ, ফ্রান্স, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে জিহাদি-মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু হামলা হয়েছে৷

তবে ফ্রান্স ইতিমধ্যে কুর্দিদের হাতে আটক ফরাসি নাগরিকদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কুর্দিরা ফরাসি যোদ্ধাদের ফ্রান্সের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিলে তাদের (যোদ্ধাদের) সরাসরি বিচারের মুখোমুখি করা হবে৷

এদিকে, জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডয়চে ভেলেকে জানিয়েছে, জার্মান নাগরিকরা যেন সিরিয়া ত্যাগ করতে পারেন, সে ব্যাপারে সম্ভাব্য উপায় কী হতে পারে, তা ভেবে দেখা হচ্ছে৷

কুর্দি বাহিনীর হাতে ঠিক কতজন জার্মান আটক আছেন, সে বিষয়ে নির্দিষ্ট পরিসংখ্যান জার্মানির কাছে নেই৷ তবে সংখ্যাটি দুই অঙ্কের হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইএস-এর হয়ে লড়তে ২০১৩ সাল থেকে প্রায় এক হাজার ব্যক্তি জার্মানি থেকে সিরিয়া ও ইরাকে গেছেন৷ তাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জার্মানিতে ফিরে এসেছেন৷ তাদের কয়েকজনের বিচার হয়েছে, বাকিদের বিভিন্ন পুনর্বাসন কর্মসূচিতে পাঠানো হয়েছে৷

চেজ ভিন্টার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ