1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ২৫

৬ জানুয়ারি ২০১২

সিরিয়ায় এখনো চলছে আন্দোলন৷ চলছে আরব লিগের পর্যবেক্ষণ৷ সেইসঙ্গে চলছে বিক্ষোভকারীদের উপর সরকারি বাহিনীর দমন অভিযানও৷ এরই মধ্যে রাজধানী দামেস্কে আত্মঘাতী বোমা হামলার খবর পাওয়া গেছে৷ এতে মারা গেছেন অন্তত ২৫ জন৷ আর আহত ৪৫৷

epa03050792 A handout photo made available by the official Syrian Arab News Agency (SANA) shows the scene of suicide attack in al-Midan neighborhood, Damascus, Syria, 06 January 2012. According to media sources, a suicide bomber blew himself up near an elementary school in al-Midan neighborhood, killing and injuring dozens at a traffic intersection in a residential area of Damascus. The blast comes two weeks after a twin suicide bombing in Damascus that killed 44 people and injured 166. EPA/SANA/HANDOUT HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
আত্মঘাতী হামলার ঘটনাস্থলছবি: picture-alliance/dpa

হামলার সর্বশেষ

শুক্রবার সকালে দামেস্কের একটি জনবহুল এলাকায় এই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে৷ সরকারি টেলিভিশনে এ খবর জানানো হয়েছে৷ নিহতদের অধিকাংশই সাধারণ মানুষ৷ তবে কিছু নিরাপত্তা কর্মীও রয়েছে বলে জানা গেছে৷ উদ্ধারকর্মীরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিহতদের শরীরের অংশ সংগ্রহ করছেন - টেলিভিশনে এমন ছবি দেখতে পাওয়া গেছে৷ ঠিক একই ধরণের আরেকটি হামলা হয়েছিল গতমাসের শেষের দিকে৷ সেটাও দামেস্কেই হয়েছিল৷

হামলার পেছনে কারা

শুক্রবারের হামলার জন্য কে দায়ী সেটা এখনো জানা যায়নি৷ কোনো গোষ্ঠীও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি৷ তবে গতমাসের হামলাটা আল-কায়েদার কাজ ছিল বলে সরকারের ধারণা৷ তবে সিরিয়ায় যারা সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত তাদের ধারণা, শাসকগোষ্ঠীই ঐ হামলার সঙ্গে জড়িত৷ বিরোধীরা বলছেন, এ ধরণের হামলার ঘটনার মাধ্যমে সরকার বিশ্বকে বোঝাতে চায় যে, আন্দোলনকারীদের দমাতে নয়, বরং দেশের ভেতরে থাকা জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছে তারা৷

আত্মঘাতী হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িছবি: Reuters

আরব লিগের পর্যবেক্ষণ

পর্যবেক্ষকরা ঠিকমত দায়িত্ব পালন করতে পারছেন বলে মনে হচ্ছে না৷ কেননা দুই সপ্তাহ ধরে তারা সিরিয়ায় কাজ করছেন৷ অথচ সরকারি বাহিনীর নির্যাতন কমছে না৷ শুক্রবারও হামা শহরে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ আর বিরোধী এক গোষ্ঠী বলছে, পর্যবেক্ষকরা সিরিয়ায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৩৯০ জন নিহত হয়েছে৷ তাই আরব লিগের এই মিশন ব্যর্থ বলে মনে করছেন বিরোধীরা৷ এবং এটা স্বীকার করে নিয়ে জাতিসংঘের কাছে দায়িত্ব ছেড়ে দিতে আরব লিগের প্রতি আহ্বানও জানানো হয়েছে৷ এদিকে বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি' দলের প্রধান কর্ণেল রিয়াদ আল-আসাদ বলছেন, পর্যবেক্ষক আসার আগেই রাজনৈতিক বন্দিদের কারাগার থেকে সরিয়ে সেনাবাহিনীর ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে৷ কেননা পর্যবেক্ষকদের সেখানে যাওয়ার অনুমতি নেই৷ এছাড়া সেনাবাহিনীর গাড়ির রঙ পরিবর্তন করা হয়েছে, যেন পর্যবেক্ষকরা মনে করেন, অভিযানে সেনারা নন, অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা৷

নিহতের সংখ্যা

গত বছরের মার্চে শুরু হওয়া আন্দোলনে জাতিসংঘের হিসেবে এখন পর্যন্ত নিহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি মানুষ৷ তবে বিরোধীদের হিসেবে সংখ্যাটা অনেক বেশি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ