1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসিরিয়া

সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর অ্যামেরিকার হামলা

৯ নভেম্বর ২০২৩

অ্যামেরিকা জানিয়েছে, ওই ঘাঁটি থেকে ইরাক এবং সিরিয়ায় অস্ত্র, গোলা-বারুদ সরবরাহ করা হতো।

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান
মার্কিন যুদ্ধবিমানছবি: Sra Olivia Gibson/U.S Air/Planet Pix/ZUMA Press Wire/picture alliance

বুধবার সিরিয়ার পূর্বদিকে একটি অঞ্চলে বিমান হামলা চালায় অ্যামেরিকা। পেন্টাগনের দাবি, ওই এলাকায় ইরান সমর্থিত মিলিশিয়াদের একটি ঘাঁটি ছিল। 

গত কয়েকদিন ইরাকে ঘাঁটি করে থাকা মার্কিন সেনার উপর একের পর এক হামলা হয়েছে বলে অভিযোগ। ইরানের প্ররোচনায় বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে পেন্টাগনের অভিযোগ। তারই উত্তরে এদিন অ্যামেরিকা হামলা চালায় বলে পেন্টাগনের দাবি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতি বলেছেন, ''মার্কিন নাগরিক, সেনা জওয়ান এবং মার্কিন প্রয়োজন রক্ষা করা প্রেসিডেন্টের সবচেয়ে বড় কর্তব্য। সেই কর্তব্যবোধ থেকেই এদিন সিরিয়ায় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।''

লন্ডনে বসবাসকারী একটি সিরিয়ান মানবাধিকার সংগঠন জানিয়েছে, ইরানের হয়ে কাজ করে এমন একটি সংগঠনের নয়জন ব্যক্তির মৃত্যু হয়েছে বুধবারের আক্রমণে।

অস্টিন জানিয়েছেন, দুইটি এফ-১৫ যুদ্ধবিমান আক্রমণ চালায় একটি অস্ত্রের গুদামে। ইরানের রেভেলিউশনারি গার্ড ওই গুদামের সঙ্গে যুক্ত। বস্তুত, ওই গুদামটি রেভেলিউশনারি গার্ডের লোকেরাই চালায় বলে পেন্টাগন জানিয়েছে।

অক্টোবরে অ্যামেরিকা এবং যৌথবাহিনী ইরাক এবং সিরিয়ায় অন্তত ৪০বার আক্রমণ চালিয়েছে বলে সংবাদসংস্থা এএফপি জানিয়েছে। অ্যামেরিকার বক্তব্য, প্রতিটি আক্রমণই চালানো হয়েছে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করে।

সিরিয়ায় ৯০০ এবং ইরাকে আড়াই হাজার সেনা আছে অ্যামেরিকার। ইসলামিক স্টেটের সঙ্গে লড়াই করার জন্য তাদের এই দুই অঞ্চলে রাখা হয়েছে বলে পেন্টাগনের দাবি। এই দুই মার্কিন ঘাঁটিতেই গত কয়েকদিনে একাধিকবার হামলা হয়।

বস্তুত, ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পরে এই দুই অঞ্চলেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

এসজি/জিএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ