1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসিরিয়া

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় মৃত চার: রিপোর্ট

৭ আগস্ট ২০২৩

সিরিয়ার রাজধানী দামাস্কে আঘাত হেনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। সিরিয়ার চার সেনা মৃত। সরকারি সানা সংবাদসংস্থার রিপোর্ট।

সিরিয়ার এার ডিফেন্স সিস্টেম একটি ক্ষেপণাস্ত্র হামলা সামলাচ্ছে।  ফাইল ছবি।
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় চার জনের মৃত্যু হয়েছে। জানাচ্ছে সংবাদসংস্থা সানা। ফাইল ছবি। ছবি: Ammar Safarjalani/Xinhua/picture alliance

সামরিক সূত্র উদ্ধৃত করে সানা জানিয়েছে, সোমবার কাকভোরে এই ক্ষেপমাস্ত্র হামলা হয়।

রিপোর্টে বলা হয়েছে, রাত দুইটা ২০ মিনিটে ইয়রায়েলি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দামাস্কের আশেপাশে এই ক্ষেপণাস্ত্রগুলি এসে পড়ে। এর ফলে চারজন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।

রিপোর্টে দাবি করা হয়েছে, সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ক্ষেপণাস্ত্রকে অকেজো করে দিতে পেরেছে।  এছাড়া কিছু বাড়ির ক্ষতি হয়েছে।

ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।

ইসরায়েল বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় ইরানের সঙ্গে যুক্ত টার্গেটে হামলা করছে বলে জানিয়েছে। সিরিয়ায় ইরানের প্রভাব বেড়েছে। কারণ, তারা প্রেসিডেন্ট  বাশার আল-আসাদকে সমর্থন করছে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ