1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

২২ অক্টোবর ২০১২

সিরিয়ার মানুষ সম্ভবত শান্তিতে ঈদ উদযাপনও করতে পারবেন না৷ ঈদের ছুটির তিন দিন অন্তত যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিলেন লাখদার ব্রাহিমি৷ তাঁর এ উদ্যোগ সফল হওয়ার আশা ক্ষীণ৷

Syrian people search for bodies amidst the rubble of buildings destroyed in an airstrike by Syrian government forces in Maaret al-Numaan on October 18, 2012. Syrian regime warplanes launched a new wave of strikes on the northwestern town of Maaret al-Numan, seized by rebels last week, an AFP correspondent reported. AFP PHOTO/BULENT KILIC (Photo credit should read BULENT KILIC/AFP/Getty Images)
ছবি: BULENT KILIC/AFP/Getty Images

আরব লিগের ডেপুটি সেক্রেটারি আহমেদ বেন হেলি জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধবিরতির উদ্যোগ কার্যকর হওয়ার খুব ক্ষীণ সম্ভাবনাই দেখছেন তিনি৷ সৌদি আরবসহ অনেকগুলো মুসলিম অধ্যুষিত দেশে শুক্রবার থেকে শুরু হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা৷ অথচ সিরিয়ায় এখনো প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে৷ সোমবার ভোরে দেশের উত্তরাঞ্চল এবং দামেস্কে বিদ্রোহীদের ওপর ব্যাপক বোমা বর্ষণ করে সরকারের অনুগত বাহিনী৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সমর্থিত খবর অনুযায়ী আলেপ্পোতেও তুমুল যুদ্ধ চলছে৷

রবিবার দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি৷ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, সোমবার থেকেই যু্দ্ধ বিরতি শুরু হতে পারে৷ তখন তিনি এ-ও জানিয়েছিলেন যে, এই যুদ্ধবিরতির প্রস্তাব তাঁর ব্যক্তিগত উদ্যোগ, এটি শান্তি পরিকল্পনার অংশ নয়৷ তিনি আরো জানান, সিরিয়ার ভেতরে এবং বাইরে থাকা সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন তিনি৷ ব্রাহিমি তখন সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন জানালেও এ পর্যন্ত উদ্যোগটা সফল হওয়ার সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না৷ যুদ্ধ চলছে এবং প্রাণ বাঁচাতে এখনো দেশ ছাড়ছেন অসংখ্য সিরীয় নাগরিক৷ সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টন জর্দানের জাতারি শরণার্থী শিবির ঘুরে দেখেছেন৷ সেখানে এ পর্যন্ত ৩৬ হাজার সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছেন৷

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে আপাতত শান্তি ফিরেছে৷ এর আগে এক বন্দুকযুদ্ধে সেখানে পাঁচ জন আহত হন৷ গাড়িবোমা হামলায় লেবাননের গোয়েন্দা প্রধান ইসাম আল-হাসান নিহত হওয়ার পর থেকে সেখানে সিরিয়া বিরোধী প্রচারণা এবং আন্দোলন জোরদার হতে শুরু করে৷ বিরোধী দলের কর্মী-সমর্থকরা গোয়েন্দা প্রধানকে হত্যা করার জন্য সিরিয়াকে দায়ী মনে করে আসছে৷ সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন টেলিফোনে লেবাননের প্রধানমন্ত্রী নাকিব মিকতাইয়ের সঙ্গে কথা বলেছেন৷ এ সময় গোয়েন্দা প্রধান নিহত হওয়ার ঘটনা তদন্তে সহায়তা করার আশ্বাস দেন হিলারি৷ নাকিব বলেছেন, তাঁর দেশ প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সহায়তা নেবে৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ