1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় একদিনে নিহত ১২১

৩১ জুলাই ২০১১

জুনের তিন তারিখের পর জুলাইয়ের ৩১৷ এই দুই দিন সিরিয়ার সামরিক বাহিনী অভিযান চালালো একটি শহরের উপর৷ যার নাম হামা৷ জুনের অভিযানে মারা গিয়েছিল ৪৮ জন৷ আর রবিবার নিহত হয়েছে কমপক্ষে ৯৫ জন৷

হামা শহরে সেনা অভিযানছবি: picture alliance/abaca

অবশ্য পুরো সিরিয়া ধরলে শুধু রবিবারেই নিহত হয়েছে ১২১ জন৷

সবশেষ পরিস্থিতি

এ মাসের প্রথম দিন হামা শহরে সরকার বিরোধী একটি বিশাল সমাবেশ হয়৷ প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগম ঘটেছিল সেখানে৷ বলা হচ্ছে, মার্চের মাঝামাঝি শুরু হওয়া এই আন্দোলনে এখন পর্যন্ত ওটাই সবচেয়ে বড় সমাবেশ৷ ধারণা করা হচ্ছে, হামা শহরের এই আন্দোলনমুখী ঢেউ থামাতে সেখানে আজ সামরিক বাহিনী পাঠায় সিরিয়ার কর্তৃপক্ষ৷ সকাল ছয়টায় শুরু হয় অভিযান৷ বিভিন্ন বার্তা সংস্থা বলছে সাধারণ মানুষ লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোঁড়ে সেনারা৷ ফলে বিপুল লোকের প্রাণহানি ঘটে৷ সিরিয়ার এক ঊর্ধ্বতন মানবাধিকারকর্মী আম্মার কুরাবি বলছেন কমপক্ষে ৯৫ লোকের মৃত্যু হয়েছে৷ এছাড়া অন্যান্য শহরেও প্রাণহানির কথা জানিয়েছেন তিনি৷ ফলে সব মিলিয়ে শুধু আজকেই মোট ১২১ জন নিহত হওয়ার তথ্য দিয়েছেন তিনি৷

হামা শহরে ট্যাঙ্কছবি: picture alliance/abaca

সিরিয়ার সরকারের প্রতিক্রিয়া

কতজন সাধারণ নাগরিক মারা গেছে সেটা না বললেও দেশটির সরকারী বার্তা সংস্থা সানা দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর দিয়েছে৷ সংস্থাটি বলছে হামা শহরে দায়িত্ব পালনরত এই দুইজন সেখানকার সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে৷ এছাড়া সন্ত্রাসীরা পুলিশ কার্যালয় সহ বিভিন্ন সরকারী অফিসে ভাঙচুর চালিয়েছে, এমন খবর ছেপেছে ঐ বার্তা সংস্থাটি৷ এখনো বিভিন্ন ভবনের ছাদে সশস্ত্র বন্দুকধারীরা পাহারায় রয়েছে বলে জানাচ্ছে সংস্থাটি৷

পশ্চিমা বিশ্বের প্রতিক্রিয়া

এখন পর্যন্ত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া গেছে৷ তিনি নিজ দেশের নাগরিকের উপর এ ধরণের হামলা না চালানোর জন্য সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

আন্দোলনে নিহত কত

বিভিন্ন মানবাধিকার সংগঠন দেড় হাজারেরও বেশি সাধারণ মানুষ নিহত হওয়ার খবর দিচ্ছে৷ আর গ্রেপ্তার হয়েছে ১২ হাজারেরও বেশি৷ এদিকে নিরাপত্তা বাহিনীরও প্রায় সাড়ে তিনশো সদস্য মারা গেছে বলে জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ