1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় রাশিয়ার ভূমিকার সমালোচনা

২ অক্টোবর ২০১৫

সিরিয়ায় রাশিয়া ও ইরানের তৎপরতা বাড়ছে৷ বাশার আল-আসাদের প্রশাসনকে শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ উঠছে৷ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বদলে সিরীয় বিদ্রোহীদের উপরই বেশি হামলা চালানো হচ্ছে৷

ছবি: imago/ITAR-TASS

@dwnews - Digital detectives seek answers in Russian airstrikes

03:19

This browser does not support the video element.

- সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান ৩ থেকে ৪ মাস ধরে চলবে: সংসদের পররাষ্ট্র কমিটির প্রধান৷

- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তাঁর প্যারিস সফরে সিরিয়া নিয়ে আলোচনা করবেন৷

- জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স, কাতার, সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে৷

- লেবাননের কিছু সূত্র অনুযায়ী, আসাদ প্রশাসনকে সহায়তা করতে ইরানের বেশ কয়েক'শ সৈন্য সিরিয়ায় এসে পৌঁছেছে৷

- সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার জাতিসংঘে ভাষণ দেবেন৷

মতবিরোধ সত্ত্বেও রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে সংলাপ চালু রয়েছে৷ সিরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে৷

শুধু রাশিয়া নয়, আসাদের প্রতি পশ্চিমা শক্তিগুলিও কি নরম মনোভাব দেখাতে শুরু করেছে? রাফিফ জুজেতি সেই প্রশ্ন তুলেছেন৷

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আসাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করছে না বলে দাবি করছে৷

আসাদ প্রশাসন, বিদ্রোহী, আইসিস এবং সেই সঙ্গে বিদেশি শক্তিগুলির হামলার ফলে সিরিয়ার সাধারণ মানুষ একেবারে কোণঠাসা৷ ‘দ্য ইকোনমিস্ট' পত্রিকা সিরিয়ার জনসংখ্যার এক করুণ চিত্র তুলে ধরেছে৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ