সিরিয়ায় রাশিয়া ও ইরানের তৎপরতা বাড়ছে৷ বাশার আল-আসাদের প্রশাসনকে শক্তিশালী করাই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ উঠছে৷ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বদলে সিরীয় বিদ্রোহীদের উপরই বেশি হামলা চালানো হচ্ছে৷
বিজ্ঞাপন
@dwnews - Digital detectives seek answers in Russian airstrikes
03:19
- সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান ৩ থেকে ৪ মাস ধরে চলবে: সংসদের পররাষ্ট্র কমিটির প্রধান৷
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন তাঁর প্যারিস সফরে সিরিয়া নিয়ে আলোচনা করবেন৷
- জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্রান্স, কাতার, সৌদি আরব, তুরস্ক, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে যৌথভাবে সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের কড়া সমালোচনা করেছে৷
- লেবাননের কিছু সূত্র অনুযায়ী, আসাদ প্রশাসনকে সহায়তা করতে ইরানের বেশ কয়েক'শ সৈন্য সিরিয়ায় এসে পৌঁছেছে৷
মতবিরোধ সত্ত্বেও রাশিয়া ও অ্যামেরিকার মধ্যে সংলাপ চালু রয়েছে৷ সিরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে৷
শুধু রাশিয়া নয়, আসাদের প্রতি পশ্চিমা শক্তিগুলিও কি নরম মনোভাব দেখাতে শুরু করেছে? রাফিফ জুজেতি সেই প্রশ্ন তুলেছেন৷
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য আসাদের প্রতি নেতিবাচক মনোভাব পরিবর্তন করছে না বলে দাবি করছে৷
আসাদ প্রশাসন, বিদ্রোহী, আইসিস এবং সেই সঙ্গে বিদেশি শক্তিগুলির হামলার ফলে সিরিয়ার সাধারণ মানুষ একেবারে কোণঠাসা৷ ‘দ্য ইকোনমিস্ট' পত্রিকা সিরিয়ার জনসংখ্যার এক করুণ চিত্র তুলে ধরেছে৷
যুদ্ধের ডামাডোলে অবোধ অসহায় শিশু
চার বছরেরও বেশি হয়ে গেল সিরিয়ায় যুদ্ধ চলছে৷ ইরাক আর আফগানিস্তানেও চলছে বড়দের ক্ষমতার লড়াই৷ তার মাঝেই নিরীহরা লড়ছে বেঁচে থাকার আপ্রাণ লড়াই৷ শিশুরাই বেশি অসহায়৷
ছবি: picture-alliance/dpa/G. Habibi
আশ্রিতের কষ্ট
সিরিয়া থেকে প্রাণ রক্ষার্থে এখনো শত শত মানুষ আসছে ইউরোপে৷ জীবন হাতে নিয়ে কোনো রকমে সাগর পার হয়ে ইউরোপে পা রাখতে পারলেই স্বস্তি৷ গ্রিসের একটি দ্বীপে পৌঁছানোর পর তেমন স্বস্তিই অশ্রু হয়ে ঝরছে এক শরণার্থীর চোখ থেকে৷
ছবি: Reuters/D. Michalakis
যুদ্ধক্ষেত্রের স্বাভাবিকতা
সিরিয়ার এই দুটি শিশুর কাছে যুদ্ধই এখন স্বাভাবিক ঘটনা৷ তাই মৃত্যুভয় নিয়েও তারা হাসতে জানে, খেলতে পারে৷ একটু আগেও ওরা খেলেছে, তবে এখন ওরা যুদ্ধ থামার অপেক্ষায়৷ যুদ্ধটা একটু থামলেই এক দৌড়ে বাবা-মায়ের কাছে যাবে৷
ছবি: DW/Kamal Sheikho
পিতা-পুত্র
দেশের সীমানা একবার পার হতে পারলে সিরীয়রা প্রথমে যায় তুরস্কে, তারপর সোজা ইউরোপে৷ ছবির এই পিতা-পুত্র তুরস্কের সীমান্তেই পুলিশি বাঁধার মুখে অসহায়৷
ছবি: Getty Images/AFP/B. Kilic
তবু আনন্দ জাগে
তুরস্কের এক শরণার্থী শিবির৷ সেখানে শিশুদেরও মেনে নিতে হয় মানবেতর জীবন৷ তবু সুযোগ বা উপলক্ষ্য পেলেই আনন্দে মাতে তাদের মন৷ এই শিশুটিও মেতেছে আনন্দে৷
ছবি: picture-alliance/AA/I. Erikan
অস্ত্র নিয়ে হাসি-তামাশা
এই শিশুটি আফগানিস্তানের৷ তার বাবাও জঙ্গি৷ আরেক জঙ্গি খুনসুটিতে মেতেছে তার সঙ্গে৷