সিরিয়ায় কথিত রাসায়নিক বোমা নিক্ষেপের যথোপযুক্ত প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ সোমবার জাতিসংঘের বিশেষ অধিবেশন শেষে তিনি বলেছেন, ‘‘সুবিচার হয়েছে এটা এখন বিশ্বকে দেখতে হবে৷’’
বিজ্ঞাপন
শনিবার সিরিয়ার দুমায় বিদ্রোহীদের সবশেষ শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে রাসায়নিক বোমা নিক্ষেপের অভিযোগ ওঠে৷ অভিযোগের তীর বাশার আল-আসাদের অনুগত বাহিনীর দিকে৷ তবে সিরিয়া এবং তাদের মিত্র রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে৷ শনিবারের হামলায় এ পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷
সোমবার বিষয়টি নিয়ে আয়োজিত জাতিসংঘের বিশেষ অধিবেশনে যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি বলেন, ‘‘আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যখন আসলে বিশ্বকে দেখাতে হবে যে, সুবিচার হয়েছে৷’’ অধিবেশনে জাতিসংঘে ফ্রান্সের দূত বলেন, ‘‘(রাসায়নিক অস্ত্র ব্যবহারের) লাল রেখা অতিক্রম করা হয়ে থাকলে এর একটা প্রতিক্রিয়া হতেই হবে৷’’
সিরিয়ায় যুদ্ধের ছবি
সপ্তাহ কয়েক আগেই রণহুংকার ছেড়েছিল তুরস্ক৷ কুর্দিদের পরাস্ত করতে সৈন্য পাঠিয়েছিল সিরিয়ার আফরিনে৷ সিরিয়াও কুর্দিদের পক্ষে লড়াইয়ের কথা বলেছিল৷ দেখে নেওয়া যাক রণভূমি আফরিনের ছবি৷
ছবি: Reuters/Khalil Ashawi
শীতের সকালে জলপাই পোশাক
গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশের মতো তুরস্ক এবং সিরিয়াতেও তীব্র শৈত্যপ্রবাহ হচ্ছে৷ তারই মধ্যে তুরস্কের সীমান্ত পার করে সিরিয়ায় প্রবেশ করেছে তুরস্কের সৈন্য৷
কুর্দি বিদ্রোহীদের খুঁজতে মহল্লায় মহল্লায় হামলা চালাচ্ছে তুরস্কের বাহিনী৷ ছাড় দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ এবং গবাদি পশুকেও৷
ছবি: Reuters/Khalil Ashawi
ধোঁয়ার কুণ্ডলী
বোমারু হামলার পর আফরিনের চেহারা৷ ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে চারিদিকে৷
ছবি: Getty Images/AFP/N. Al-Khatib
পাল্টা আঘাত
আফরিনে ঘাঁটি গেড়ে থাকা কুর্দি বিদ্রোহীরাও লাগাতার প্রত্যাঘাত করছে৷ তাদেরই গুলিতে আহত এক তুরস্কের জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi
পাথুরে ঘুম
সারাদিন ধরেই চলছে লড়াই৷ তারই মাঝে পাথরের আড়ালে জিরিয়ে নিচ্ছেন সৈন্যরা৷ হাতে বন্দুক নিয়ে৷
ছবি: Reuters/Khalil Ashawi
যুদ্ধ এবং আলাপ
একদিকে যুদ্ধ চলছে৷ হাতে বন্দুক নিয়ে অতন্দ্র প্রহর গুনছেন যোদ্ধারা৷ তারই মধ্যে মোবাইলে কথা বলে নিচ্ছেন কাছের মানুষদের সঙ্গে৷ হয়তো এটাই তাঁর শেষ কথা!
ছবি: Reuters/Khalil Ashawi
দূরবীন
একনজরে দেখলে বোঝা যায় না৷ মনে হয় বোমা৷ আসলে এটা বহু দূর পর্যন্ত দেখার বাইনেকুলার৷ যুদ্ধের ট্যাঙ্কে ব্যবহার করা হয়৷
ছবি: Reuters/Khalil Ashawi
হামলার মুহূর্তে
গ্রামে গ্রামে এভাবেই বন্দুক উঁচিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে বলে কুর্দি বিদ্রোহীদের অভিযোগ৷
ছবি: Reuters/Khalil Ashawi
মর্টার
এভাবেই মর্টার বসিয়ে দূরের লক্ষ্যে ছোড়া হচ্ছে আফরিনে৷ একেকটি মর্টার শেলের আঘাতে মৃত্যু হচ্ছে কয়েকশ’ মানুষের৷
ছবি: Reuters/Khalil Ashawi
যুদ্ধের মাঝে প্রার্থনা
যুদ্ধের মধ্যেও নামাজ পড়ে নিচ্ছেন সৈন্যরা৷ পড়ন্ত বিকেলে সকলে একসঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi
11 ছবি1 | 11
তবে রাশিয়া এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে৷ জাতিসংঘে রাশিয়ার দূত ভাসিলি নেবেনৎসিয়া দাবি করেন, অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই তাঁর দেশ তদন্ত করে দেখেছে৷ কিন্তু অভিযোগের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি৷ অর্থাৎ তাঁর মতে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র পশ্চিমা দেশগুলো যে দাবি করছে দুমায় রাসায়নিক বোমা নিক্ষেপ করা হয়েছে, তা একেবারেই সত্যি নয়৷ রুশ দূতের মতে, যুক্তরা্জ্যে সাবেক রুশ গোয়েন্দার ওপর স্নায়ু বিষ প্রয়োগের অভিযোগ তুলে যে ল্যাজে-গোবরে অবস্থা হয়েছে, তা আড়াল করার জন্যই পশ্চিমা দেশগুলো এখন সিরিয়ায় রাসায়নিক বোমা নিক্ষেপের অভিযোগ তুলছে৷
রাসায়নিক অস্ত্র নিরোধের আন্তর্জাতিক সংস্থা ওপিসিডাব্লিউ জানিয়েছে, তারা দুমায় রাসায়নিক বোমা নিক্ষেপের অভিযোগটি তদন্ত করে দেখবে৷ তাদের এ সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে রাশিয়া৷ জাতিসংঘে রাশিয়ার বিশেষ দূত ভাসিলি নেবেনৎসিয়া জানিয়েছেন তাঁর দেশ ওপিসিডাব্লিউ-কে তদন্তে সার্বিক সহায়তা করবে৷
তবে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘এখন এটা মানবতার প্রশ্ন৷ আমরা মানবতা নিয়ে কথা বলছি৷ যা ঘটছে তা আর ঘটতে দিতে পারি না৷’’ তিনি জানান, যুক্তরাষ্ট্র ‘বাধ্য হয়ে’ এখন প্রতিক্রিয়া জানাবে৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘‘সামরিকভাবে আমাদের সামনে অনেক পথ খোলা আছে৷ কী করা হবে তা শিগগিরই জানানো হবে৷’’
এসিবি/ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)
যুদ্ধবিধ্বস্ত সিরিয়া
আবার মৃত্যু৷ আবার সারি সারি শিশুদের লাশ৷ আবার সিরিয়া৷ আসাদ সরকারের বোমারু হামলায় ফের শ’য়ে শ’য়ে শিশুর মৃত্যু হয়েছে৷ এর আগেও অবশ্য বহুবার এমন দৃশ্য দেখেছে সিরিয়া৷
ছবি: picture-alliance/dpa/AP/Syrian Civil Defense White Helmets
সপ্তাহব্যাপী বিমান হামলা
গত সপ্তাহেই রাজধানী দামেস্কের অদূরে ঘুটা অঞ্চলে বিদ্রোহীদের উপর হামলা শুরু করে আসাদ সরকারের অনুগত বাহিনী৷ একের পর এক বিমান থেকে বোমাবর্ষণ করা হয়৷ এখনো পর্যন্ত সেই হামলায় পাঁচশ’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও জাতিসংঘ সিরিয়ায় আগেই ৩০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিল৷
ছবি: picture-alliance/dpa/AP/Syrian Civil Defense White Helmets
নারকীয় অবস্থা
জাতিসংঘের মহাসচিব ইতিমধ্যেই সিরিয়ার অবস্থাকে ‘পৃথিবীর বুকে একটি নরক’ বলে বর্ণনা করেছেন৷ জাতিসংঘের দাবি– আসাদ বাহিনী যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের উপর এই আক্রমণ বন্ধ করুক৷ গত ১৯ ফেব্রুয়ারি থেকে নতুন করে আসাদ বাহিনী ঘুটায় আক্রমণ শুরু করেছে৷
ছবি: Reuters/B. Khabieh
রাসায়নিক বোমা
অভিযোগ আগেও ছিল, এবারো উঠেছে৷ অভিযোগ, আসাদ সরকার সিরিয়ার সাধারণ মানুষের উপর রাসায়নিক বোমা বর্ষণ করছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, বহু আহতের শরীরেই ক্লোরিন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে৷ বোমা হামলার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তিরা৷ তবে সরকারপক্ষের দাবি, কখনোই ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়নি হামলায়৷
ছবি: Reuters/B. Khabieh
রাস্তা জুড়ে যুদ্ধের চিহ্ন
যুদ্ধবিধ্বস্ত এলাকার রাস্তাঘাট ভরে আছে নানা অস্ত্রের ভগ্নাবশেষে, যার মধ্যে মিসাইলের চিহ্নও মিলেছে৷ সবচেয়ে সমস্যার বিষয় হলো, অতর্কিতে আসাদ সরকার হামলা শুরু করায় অধিকাংশ সাধারণ মানুষই পালাতে পারেননি৷
ছবি: Reuters/B. Khabieh
সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুমা
নতুন করে আক্রমণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘুটা অঞ্চলের দুমা শহর৷ সাময়িক যুদ্ধ বিরতির পর সাধারণ মানুষ রাস্তা পরিষ্কার করার কাজে নেমে পড়েছেন৷
ছবি: Reuters/B. Khabieh
খাবার নেই, জল নেই
আক্রমণের ফলে দুমায় খাবার এবং পানীয় প্রায় ফুরিয়ে গিয়েছে৷ কিন্তু নতুন করে খাবার আসছে না৷ সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত৷
ছবি: Reuters/B. Khabieh
নতুন করে যুদ্ধবিরতি
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন করে সিরিয়ায় যুদ্ধ বিরতি ঘোষণা করেছে৷ ৩০ দিনের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়েছে৷ যদিও রাশিয়ার তরফ থেকে বলা হয়, আইএস এবং আল কায়দার উপর হামলা চলতে পারে৷ রাশিয়া আসাদ বাহিনীর অন্যতম মিত্র৷