1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় কিছু একটা করা দরকার

৩০ সেপ্টেম্বর ২০১৫

অ্যামেরিকা ‘নিষ্ক্রিয়'৷ রাশিয়া সিরিয়ায় সামরিক কার্যকলাপ বাড়াচ্ছে৷ বাশার আল-আসাদকে পছন্দ না করলেও পশ্চিমা জগত হয়ত সাময়িকভাবে তাঁকে বরদাস্ত করবে৷ এ অবস্থায় বিভিন্ন সম্ভাব্য পরিণতি উঠে আসছে৷

Obama Putin: Das Treffen am Rande der UN-Vollversammlung
ছবি: picture-alliance/dpa

সিরিয়ার সংকট আর উপেক্ষা করা যাচ্ছে না৷ একদিকে ইউরোপে শরণার্থীদের ঢল নেমেছে, অন্যদিকে রাশিয়া সিরিয়ার উপর প্রভাব বাড়ানোর চেষ্টা করছে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য থেকে হাত গুটিয়ে নিয়েছেন বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন – এমন অভিযোগ শোনা যাচ্ছে৷ এমন সংকটের ক্ষেত্রে অ্যামেরিকা সক্রিয় সামরিক ভূমিকা পালন করলে সমালোচনার মুখে পড়ে, যেমনটা ইরাক ও আফগানিস্তানের ক্ষেত্রে ঘটেছিল৷ অন্যদিকে সামরিক অভিযান সম্পর্কে ওবামা প্রশাসনের অনীহাও তোপের মুখে পড়ছে৷ তবে সিরিয়ায় যে কিছু একটা করা দরকার, ওবামা নিজেও সেটা বুঝছেন৷

শরণার্থীদের ঢল নামার কারণে ইউরোপ সরাসরি সিরিয়া সংকটের পরিণাম টের পাচ্ছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে তাঁর অবস্থান ব্যাখ্যা করেছেন৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়া সংকটের সমাধানের ক্ষেত্রে অ্যামেরিকা ও রাশিয়া ছাড়াও আঞ্চলিক শক্তিগুলিকে শামিল করা উচিত বলে মনে করে৷

সিরিয়ার ক্ষেত্রে ওয়াশিংটন ও মস্কোর স্বার্থ ও নীতি বিশ্লেষণ করে বিভিন্ন সম্ভাব্য প্রেক্ষাপট তুলে ধরেছেন বিখ্যাত সাংবাদিক টমাস ফ্রিডম্যান৷

ব্রেট ডেবরিৎস সিরিয়ায় বিপর্যয়ের ক্ষেত্রে ওবামার ভূমিকা নিয়ে লেখা একটি প্রতিবেদন শেয়ার করেছেন৷

‘ওবামা ডকট্রিন' কি সত্যি বিফল হচ্ছে? এ বিষয়ে লেখা একটি সংবাদভাষ্য শেয়ার করেছেন কার্ল বারাল্ড৷

সিরিয়ার মধ্যেই শরণার্থীদের জন্য নিরাপদ এলাকা চিহ্নিত করার প্রস্তাব সম্পর্কে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সংশয় প্রকাশ করেছেন৷ তাঁর এই অবস্থানের প্রশংসা করে একটি প্রতিবেদন শেয়ার করেছেন এসিন৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ