1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৩০ জুন ২০১২

সিরিয়া পরিস্থিতি নিয়ে এখনও দ্বিধাবিভক্ত বিশ্ব নেতৃবৃন্দ৷ তাদের এই বিভক্তির কড়া সমালোচনা করলেন এবার জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান৷ এদিকে সিরিয়াতে সেনা বিদ্রোহী সংঘর্ষ ক্রমেই বেড়ে চলেছে৷

Major-General Robert Mood (L), head of the UN Supervision Mission, in Syria listens to Joint Special Envoy of the United Nations and the Arab League for Syria Kofi Annan during a news conference at the United Nations European headquarters in Geneva June 22, 2012. REUTERS/Denis Balibouse (SWITZERLAND - Tags: POLITICS CIVIL UNREST HEADSHOT)
ছবি: Reuters

সমালোচনা

সুইজারল্যান্ডের জেনেভার বৈঠকে এখন রয়েছেন নিরাপত্তা পরিষদের পাঁচ দেশের পররাষ্ট্র মন্ত্রীরা৷ তাদের সঙ্গে রয়েছেন তুরস্ক, কাতার, কুয়েত, ইরাকের পররাষ্ট্র মন্ত্রীরাও৷ তাদের সামনেই বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনা করেছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান৷ কারণ, সিরিয়া নিয়ে বড় দেশগুলোর মধ্যে যে বিভক্তি দেখা যাচ্ছে তার পরিণতি বইতে হচ্ছে সিরিয়ার সাধারণ জনগণকে৷ বড় দেশগুলোর সমালোচনা করে কোফি আনান বলেছেন, যেভাবে পরিস্থিতি এগুচ্ছে তাতে কারো কোন লাভ হচ্ছে না৷ আপনাদের ঐক্য ছাড়া কেউই কোন কিছু অর্জন করতে পারবে না এবং প্রত্যেককেই একইভাবে লোকসান দিতে হবে৷ তাদের উদ্দেশ্যে আনান আরো বলেন, এই অচলাবস্থা ভাঙ্গুন এবং কাজের কাজ কিছু একটা শুরু করুন৷

মতানৈক্য

কোফি আনানের প্রস্তাব নিয়েই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বড় মতানৈক্য দেখা যাচ্ছে৷ কোফি আনান তাঁর শান্তি প্রস্তাবে বলেছেন, আসাদ প্রশাসন এবং তার বিরোধী পক্ষের মধ্যে কিছু লোক নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হোক৷ তিনি প্রস্তাব দিয়েছেন যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তেমন কিছু লোককে এই সরকারে রাখতে হবে৷ এটা হলে যে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছাড়তে হবে, সেটা বেশ স্পষ্ট৷ আর এখানেই রুশ-মার্কিন বিরোধ৷

জেনেভায় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকছবি: Reuters

জেনেভায় আলোচনায় এখনও আশাব্যঞ্জক তেমন কিছু পাওয়া যায় নি৷ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, আমরা চাই সিরিয়ার একটি স্থিতিশীল ভবিষ্যৎ এবং রাজনৈতিক প্রক্রিয়া যার অর্থ আসাদকে তার ক্ষমতা হস্তান্তর করতে হবে৷ অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভের ডেপুটি গেনাডি গাটিলোভ বলেছেন, আমাদের পশ্চিমা বন্ধুরা চায় তারাই ঠিক করুক সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে৷ অথচ এটি সিরিয়ার জনগণের বিষয়৷ অর্থাৎ এখনও দুই পক্ষের মধ্যে ব্যবধান স্পষ্ট বোঝা যাচ্ছে৷

এদিকে সিরিয়াতে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷ রয়টার্স জানিয়েছে, দামেস্কের আশেপাশে সহ হোমস, দেইর আল-জোর এলাকাতে মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে আসাদ বাহিনী৷ এছাড়া দুমা প্রদেশে সেনারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে জানা গেছে৷

আরআই / এএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ