সিরিয়া
৩০ জুন ২০১২সমালোচনা
সুইজারল্যান্ডের জেনেভার বৈঠকে এখন রয়েছেন নিরাপত্তা পরিষদের পাঁচ দেশের পররাষ্ট্র মন্ত্রীরা৷ তাদের সঙ্গে রয়েছেন তুরস্ক, কাতার, কুয়েত, ইরাকের পররাষ্ট্র মন্ত্রীরাও৷ তাদের সামনেই বিশ্ব নেতৃবৃন্দের সমালোচনা করেছেন সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত কোফি আনান৷ কারণ, সিরিয়া নিয়ে বড় দেশগুলোর মধ্যে যে বিভক্তি দেখা যাচ্ছে তার পরিণতি বইতে হচ্ছে সিরিয়ার সাধারণ জনগণকে৷ বড় দেশগুলোর সমালোচনা করে কোফি আনান বলেছেন, যেভাবে পরিস্থিতি এগুচ্ছে তাতে কারো কোন লাভ হচ্ছে না৷ আপনাদের ঐক্য ছাড়া কেউই কোন কিছু অর্জন করতে পারবে না এবং প্রত্যেককেই একইভাবে লোকসান দিতে হবে৷ তাদের উদ্দেশ্যে আনান আরো বলেন, এই অচলাবস্থা ভাঙ্গুন এবং কাজের কাজ কিছু একটা শুরু করুন৷
মতানৈক্য
কোফি আনানের প্রস্তাব নিয়েই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা বড় মতানৈক্য দেখা যাচ্ছে৷ কোফি আনান তাঁর শান্তি প্রস্তাবে বলেছেন, আসাদ প্রশাসন এবং তার বিরোধী পক্ষের মধ্যে কিছু লোক নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হোক৷ তিনি প্রস্তাব দিয়েছেন যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই, তেমন কিছু লোককে এই সরকারে রাখতে হবে৷ এটা হলে যে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ছাড়তে হবে, সেটা বেশ স্পষ্ট৷ আর এখানেই রুশ-মার্কিন বিরোধ৷
জেনেভায় আলোচনায় এখনও আশাব্যঞ্জক তেমন কিছু পাওয়া যায় নি৷ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ বলেছেন, আমরা চাই সিরিয়ার একটি স্থিতিশীল ভবিষ্যৎ এবং রাজনৈতিক প্রক্রিয়া যার অর্থ আসাদকে তার ক্ষমতা হস্তান্তর করতে হবে৷ অন্যদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভের ডেপুটি গেনাডি গাটিলোভ বলেছেন, আমাদের পশ্চিমা বন্ধুরা চায় তারাই ঠিক করুক সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে৷ অথচ এটি সিরিয়ার জনগণের বিষয়৷ অর্থাৎ এখনও দুই পক্ষের মধ্যে ব্যবধান স্পষ্ট বোঝা যাচ্ছে৷
এদিকে সিরিয়াতে এখনও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷ রয়টার্স জানিয়েছে, দামেস্কের আশেপাশে সহ হোমস, দেইর আল-জোর এলাকাতে মর্টারের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে আসাদ বাহিনী৷ এছাড়া দুমা প্রদেশে সেনারা বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বলে জানা গেছে৷
আরআই / এএইচ (রয়টার্স, এএফপি, ডিপিএ)