1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সংঘাত

১৯ মার্চ ২০১২

সোমবার গভীর রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি’ ও আসাদ সমর্থিত নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষে ৮০ জনের বেশি জন নিহত হয়েছেন বলে জানা গেছে৷

ছবি: dapd

এর মধ্যে ৫০ জন সরকারি বাহিনীর সদস্য বলে জানিয়েছেন দামেস্কের এক বিরোধী কর্মী হেথাম আল আব্দুল্লাহ৷

আলেপ্পোয় রবিবার ঘটে আরেকটি বিস্ফোরণছবি: AP

দামেস্কের যে এলাকায় সংঘর্ষ হয়েছে সেখানে সরকারি নিরাপত্তা বাহিনীর কার্যালয় অবস্থিত৷ ফলে এলাকাটি খুব সুরক্ষিত৷ এক বছর আগে আন্দোলন শুরু হওয়ার পর দামেস্কে এটাই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা বলে জানিয়েছেন ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'এর এক সদস্য রামি আবদেল রহমান৷

উল্লেখ্য, এর আগে শনিবার দামেস্কে দুটি গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে৷ এতে ২৭ জন নিহত হয়৷ পরের দিন রবিবার উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে আরেকটি গাড়ি বোমা হামলার ঘটনায় দুজন নিহত হয়৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ