1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধসিরিয়া

সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২০

৪ ফেব্রুয়ারি ২০২৫

সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজ শহরের অদূরে একটি সড়কে সোমবার গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানি হয়েছে।

Syrien | Explosion einer Autobombe
ছবি: Syrian Civil Defense White Helmets via AP/picture alliance

সিরিয়ার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই নারী।

সিরিয়ার সরকারের পক্ষ থেকে এই হামলাকে 'সন্ত্রাসী কার্যক্রম' বলে দোষীদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার আশ্বাস দেয়া হয়েছে। সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুসারে ১৪ জন নারী, একজন পুরুষ মারা গেছেন। এছাড়া ১৫ জন নারী আহতও হয়েছেন।

সংবাদ সংস্থা এসএএনএ (সানা)-র খবর অনুযায়ী, গাড়িবোমা হামলায় মারা যাওয়া নারীরা একটি খামারে কাজ করতেন। প্রতিদিনের মতো খামারের গাড়িতে করে কাজে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা অপর একটি গাড়িতে বিস্ফোরণ হয়। গাড়িবোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

তিন দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। এর আগে শনিবার মানবিজ শহরে আরেকটি গাড়ি বোমা হামলায় চার জন নিহত ও নয় জন আহত হন। শহরটির জননিরাপত্তায় নিয়োজিত হোয়াইট হেলমেটস-এর উপপরিচালক মুনির মুস্তাফা জানান, এক মাসের মধ্যে এটি সপ্তম বোমা হামলার  ঘটনা। 

রানা তাহা/এসএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ