1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় জাতিসংঘের সৈন্য অপহৃত

২৯ আগস্ট ২০১৪

আন্তর্জাতিক মহল যখন ইরাক ও সিরিয়ায় আইসিস জঙ্গিদের মোকাবিলা করতে ব্যস্ত হয়ে পড়েছে, তখন ইরাকের আরেক জঙ্গি গোষ্ঠী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ৪৪ জন সৈন্যকে অপহরণ করেছে৷

UNDOF Blauhelmsoldaten Golanhöhen 28.08.2014
ছবি: picture-alliance/AP

ঘটনাটি ঘটেছে এমন এক এলাকায়, যেখানে আগে থেকেই উত্তেজনার কোনো অভাব নেই৷ সিরিয়ার গোলান মালভূমি-র একটা বড় অংশ ইসরায়েলের দখলে৷ শান্তি বজায় রাখতে তাই সেখানে ইউএনডিওএফ নামে জাতিসংঘের এক মিশন সক্রিয় রয়েছে৷ তারই আওতায় প্রশান্ত মহাসাগরের দক্ষিণের দেশ ফিজি সহ অন্যান্য কিছু দেশের সৈন্য সেই এলাকায় মোতায়েন রয়েছে৷

সিরিয়ার গৃহযুদ্ধে লিপ্ত একটি বিদ্রোহী গোষ্ঠী বৃহস্পতিবার ফিজির ৪৪ জন সৈন্যকে অপহরণ করেছে৷ ফিজির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসেসে টিকোইটোগা জানিয়েছেন, সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় ১৫০ জন বিদ্রোহী এসে সৈন্যদের ধরে নিয়ে চলে যায়৷ ফিলিপাইন্সের ৭৫ জন সৈন্যের সঙ্গেও তাদের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে৷ বিদ্রোহীরা প্রায় ৪ কিলোমিটার দূরত্বে দুটি ক্যাম্পে একসঙ্গে হানা দেয় এবং সৈন্যদের অস্ত্র সমর্পণ করতে বলে৷ সৈন্যরা অবশ্য অস্ত্র হাতছাড়া করতে রাজি হয় নি৷

ঠিক কোন বিদ্রোহী গোষ্ঠী এই ঘটনার জন্য দায়ী, তা এখনো স্পষ্ট নয়৷ ‘সিরিয়ান আরব আর্মড ফোর্সেস' নামে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে আরও কিছু সশস্ত্র যোদ্ধার সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ গোলান হাইটস এলাকায় আল কায়েদার ঘনিষ্ঠ আল-নুসরা ফ্রন্ট নামে এক জঙ্গি গোষ্ঠী সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে৷ তবে জাতিসংঘের সৈন্যদের অপহরণের সঙ্গে তারা যুক্ত কিনা, তা জানা যায় নি৷ উল্লেখ্য, বুধবার আল-নুসরা ফ্রন্ট সহ কিছু বিদ্রোহী যোদ্ধা গোলান হাইটস এলাকায় ইসরায়েলি সৈন্যদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল৷ ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গোলান মালভূমিতে উত্তেজনা বেড়ে গেছে৷ ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকায় প্রায়ই বিচ্ছিন্ন রকেট এসে পড়ছে৷ ইসরায়েলি সৈন্যরাও প্রায় পালটা হামলা চালাচ্ছে৷

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শান্তি বাহিনীর উপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে অপহৃত সৈন্যদের মুক্তির দাবি জানিয়েছে৷ ফিজি ও ফিলিপাইন্সের সরকারও গভীর দুশ্চিন্তা প্রকাশ করেছে৷

এসবি / জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ