1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় দুই ব্রিটিশ আইএস জঙ্গি গ্রেফতার

৯ ফেব্রুয়ারি ২০১৮

এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ বলা হয়েছে, এই জঙ্গিদের নেতা ছিলেন ‘জিহাদী জন'৷ এরা ‘বিটলস'-এর সদস্য, এরা পশ্চিমা বন্দীদের নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন৷

Symbolbild - Islamist
ছবি: Colourbox/krbfss

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দুই ব্রিটিশ জঙ্গির নাম প্রকাশ করেন৷ তারা হলেন, অ্যালেক্সান্ডা কোটি ও এল শাফি এলশেইখ৷

এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন আরব বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক মোহাম্মেদ এমওয়াজি, যিনি জিহাদি জন নামে পরিচিত৷ তিনি ২০১৫ সালে সিরিয়ায় বিমান হামলায় মারা যান

দুই জঙ্গির গ্রেফতারের খবর প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস৷ পত্রিকাটির রিপোর্টে বলা হয়, ইরাক সীমান্তের কাছে ইউফ্রেটিস নদীর তীর সংলগ্ন এলাকায় আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স এই দুই জঙ্গিকে আটক করে৷

পত্রিকাটি আরো বলছে, গত মধ্য-জানুয়ারিতে জঙ্গিদের পাকড়াও করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের জানানো হয়৷ পরে আঙুলের ছাপ ও অন্য বায়োমেট্রিক পরীক্ষা থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়৷

গত বছরের জানুয়ারিতে কোটিকে জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্র৷ তখন বলা হয়, কোটি বিটলসের একজন সদস্য এবং সম্ভবত জিহাদি জনদের সঙ্গে নির্দয়ভাবে বন্দিদের হত্যা ও নির্যাতনে শামিল ছিলেন৷

স্টেট ডিপার্টমেন্ট আরো বলে যে, কোটি ব্রিটিশ নাগরিকদের মধ্য থেকে আইএস-এর সদস্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলেন৷

এলশেইখকে স্টেট ডিপার্টমেন্ট তালিকাভুক্ত করে গত বছরের মার্চে৷ তার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়৷

জেডএ/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ