1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারো অশান্ত সিরিয়া

১৩ মে ২০১৬

একের পর এক ঘটনা সিরিয়ায় ভঙ্গুর অস্ত্রবিরতির স্থায়িত্ব হুমকির মুখে ফেলছে৷ মুস্তফা বাদরেদ্দিনের হত্যাকাণ্ড শান্তির উদ্যোগে আঘাত হানতে পারে বলে মনে করা হচ্ছে৷

আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম
ছবি: picture-alliance/dpa/H. Al-Assadee

The YPG's foreign fighters

01:30

This browser does not support the video element.

সিরিয়ার জটিল রাজনৈতিক, সাম্প্রদায়িক ও আঞ্চলিক সমীকরণ সে দেশে শান্তি আনার ক্ষেত্রে পদে পদে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ শুক্রবার হেজবোল্লাহ কমান্ডার মুস্তফা বাদরেদ্দিনের হত্যাকাণ্ডের ফলে আঞ্চলিক স্তরেও উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে৷

লেবাননের শিয়া গোষ্ঠী হেজবোল্লাহ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেই সমর্থন করে এসেছে৷ তাদেরই কমান্ডার মুস্তফা বাদরেদ্দিন আসাদ প্রশাসনের সহায়তা করে এসেছেন৷ দামেস্ক বিমানবন্দরের কাছে এক বিস্ফোরণে শুক্রবার বাদরেদ্দিন নিহত হন৷

এই হামলার পেছনে ইসরায়েলের হাত রয়েছে বলে কিছু মহল থেকে দাবি করা হলেও হেজবোল্লাহ এখনো কাউকে দায়ী করেনি৷

এই হত্যাকাণ্ডের ফলে অস্ত্রবিরতি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ দেশের অন্য প্রান্তেও বোঝাপড়া মানা হচ্ছে না৷ আসাদ-বিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধেও হত্যালীলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে৷

আসাদ প্রশাসনও এ ক্ষেত্রে পিছিয়ে নেই৷ দুর্গত মানুষের কাছে জাতিসংঘের ত্রাণ পৌঁছানোতে তারা বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠছে৷

আল কায়েদার ঘনিষ্ঠ আল নুসরা ফ্রন্টের উপর হামলাও পরিস্থিতি জটিল করে তুলতে পারে৷

এসবি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ