1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় ‘নো-ফ্লাই জোন’ চায় জার্মানি

২২ সেপ্টেম্বর ২০১৬

সোমবার আলেপ্পোর কাছে ত্রাণসাহায্যবাহী এক ট্রাকের বহরের উপর সম্ভাব্য বিমান হানার পর সিরিয়ার যুদ্ধবিরতি ক্ষণভঙ্গুর৷ সিরিয়ার আকাশে যাবতীয় সামরিক উড়াল তিন থেকে সাতদিন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার৷

ত্রাণগাড়িবহরের ওপর সিরিয়া আক্রমণ
ছবি: Getty Images/AFP/O. Haj Kadour

জাতিসংঘের সাধারণ সচিব বান কি-মুন ঘোষণা করেছেন যে, বিমান হানার ‘‘জোরালো'' নিরপেক্ষ তদন্ত করা হবে৷ অপরদিকে বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ওয়াশিংটন ও মস্কো পরস্পরের উপর দোষারোপ করেছে৷

রাশিয়া বলছে, বিমান হানার সময় ঐ এলাকায় একটি মার্কিন ড্রোন আকাশে ছিল৷ ওদিকে মার্কিন তরফ থেকে ইতিপূর্বেই বলা হয়েছে যে, আক্রমণের সময় দু'টি রুশি সুখয় এসইউ-২৪ জঙ্গিজেটকে আকাশে দেখা গেছে৷ অবশ্যই কোনো পক্ষ এই আক্রমণের দায়িত্ব নিতে রাজি নয়৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী স্টাইনমায়ারছবি: Reuters/I. Kalnins

বৃহস্পতিবার আন্তর্জাতিক সিরিয়া মদত গোষ্ঠী বা আইএসএসজি-র একটি নতুন অধিবেশন বসছে নিউ ইয়র্কে৷ মঙ্গলবারেও গোষ্ঠী ঘণ্টাখানেকের জন্য মিলিত হয়েছিল, যদিও তা-তে বিশেষ কোনো প্রগতি অর্জিত হয়নি৷

নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেন যে, রাশিয়ার উচিত সিরিয়াকে তার বিমানবাহিনী ‘গ্রাউন্ড' করতে বাধ্য করা৷ কেরি আরো বলেন যে, রাশিয়া ও তার সিরীয় মিত্র আদৌ যুদ্ধবিরতি বজায় রাখতে আগ্রহী কিনা, সে বিষয়ে তাঁর ‘‘গভীর সন্দেহ'' আছে৷

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিছবি: Reuters/L. Jackson

মস্কো ইতিমধ্যে জানিয়েছে যে, রাশিয়ার অন্যতম বিমানবাহী পোত ‘অ্যাডমিরাল কুজনেৎসভ'-কে ভূমধ্যসাগরে পাঠানো হচ্ছে৷ নিরাপত্তা পরিষদে লাভরভ ঘোষণা করেন যে, সিরিয়ার সরকারি বাহিনীর তরফ থেকে ‘‘আর কোনো একতরফা বিরতি'' হবে না৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইসিস ও সাবেক নুসরা ফ্রন্ট চলতি যুদ্ধবিরতিতে সংশ্লিষ্ট নয়, কিন্তু তাদের পাশাপাশি আরো অনেক গোষ্ঠী যুদ্ধ চালাচ্ছে, বলে মস্কোর অভিযোগ৷ জাতিসংঘে সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তরফে একটি ‘‘নোংরা প্রচারণা যুদ্ধের'' কথা বলেছেন৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার নিউ ইয়র্কে বুধবার সন্ধ্যায় এই অভিমত ব্যক্ত করেন যে, ‘‘পরিস্থিতি ছুরির ফলার ওপর রয়েছে'', যার অর্থ, পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে৷ কাজেই তাঁর প্রস্তাব হলো ‘‘সিরিয়ার আকাশে যাবতীয় সামরিক বিমান চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রাখা হোক''৷ এর ফলে বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণসামগ্রী পাঠানো নতুন করে শুরু হতে পারবে, বলে স্টাইনমায়ার মন্তব্য করেন৷ সোমবারের বিমান হানার প্রতিক্রিয়া হিসেবে ত্রাণসাহায্য পাঠানো বন্ধ করলেও, জাতিসংঘ আবার মানবিক সরবরাহ চালু করতে প্রস্তুত, বলে নিউ ইয়র্ক থেকে ঘোষণা করা হয়েছে৷

এসি/ডিজি (ডিপিএ, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ