1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৭ আগস্ট ২০১২

দামেস্কে আটক ৪৮ জন ইরানি তীর্থযাত্রীদের মুক্তির বিষয়ে আলোচনা করতে তুরস্ক যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি৷ আলেপ্পো সহ বিভিন্ন শহরে চলছে সরকার ও বিদ্রোহীদের সংঘর্ষ৷

epa03342203 A grab from a handout video made available by Al-Arabiya channel on 05 August 2012, stating it shows a man dressed as an officer of the Free Syrian Army (2-R) called Abdul Nasser al-Shumeir, and the group of kinapped Iranians sitting behind him, in an unspecified location in Syria. According to media reports on 05 August, members of Iran's elite Revolutionary Guard were among the Iranians kidnapped by rebels from a bus in Damascus, a Syrian who defected from the army to join the rebels claimed in video broadcast on 05 August by Al-Arabiya. The Iranian consulate in Damascus said on 04 August that 47 Iranian pilgrims were kidnapped by 'armed terrorist groups' in the Syrian capital while on their way to the airport. EPA/AL ARABIYA HANDOUT BEST QUALITY AVAILABLE. EPA IS USING AN IMAGE FROM AN ALTERNATIVE SOURCE AND CANNOT PROVIDE CONFIRMATION OF CONTENT, AUTHENTICITY, PLACE, DATE AND SOURCE. HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture alliance / dpa

সিরিয়া সংকট নিয়ে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি আজ তুরস্ক সফরে যাচ্ছেন৷ সিরিয়ার বিদ্রোহীরা একদল ইরানি নাগরিককে পণবন্দি করায় ইরানের সরকার তৎপর হয়ে উঠেছে৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি তেহরানের লাগাতার সমর্থন এবং বিদ্রোহ দমন করতে ইরানের রেভোলিউশনরি গার্ড বাহিনী পাঠানোর অভিযোগ তুলেছে বিদ্রোহীরা৷ সোমবার সিরিয়ার বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারি বাহিনীর হামলায় পণবন্দি তিন ইরানি নাগরিক নিহত হয়েছে৷ হামলা বন্ধ না হলে বিদ্রোহীরাই বাকি পণবন্দিদের হত্যার হুমকি দিয়েছে৷

তুরস্ক আসাদ প্রশাসনের জোরালো বিরোধিতা করে এলেও ইরান সে দেশের শরণাপন্ন হচ্ছে, কারণ বিদ্রোহীদের একটি অংশের উপর আঙ্কারার প্রভাব রয়েছে৷ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভোতলু'র সঙ্গে আলোচনায় সালেহি দামেস্কে আটক ৪৮ জন ইরানি তীর্থযাত্রীদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন৷ তুরস্ক ছাড়াও কাতার'এর কাছে এ বিষয়ে সহায়তা চেয়েছে ইরান৷ বিদ্রোহীদের প্রতি সমর্থনের কারণে ইরান অবশ্য এই দুই দেশের সমালোচনাও করেছে৷

আলেপ্পো শহরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে জোরালো সংঘর্ষ চলছে৷ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস'এর সূত্র অনুযায়ী সোমবার গোটা দেশে কমপক্ষে ২২৬ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১৪৭ জন নিরীহ মানুষ৷ রবিবার সেনাবাহিনী আলেপ্পো শহরে বাড়তি ২০,০০০ সৈন্য মোতায়েন করেছে বলে বিদ্রোহীরা দাবি করছে৷ সরকারের ঘনিষ্ঠ ‘আল ওয়াতান' সংবাদপত্রের সূত্র অনুযায়ী আলেপ্পো শহরে ছয় থেকে আট হাজার বিদ্রোহী যোদ্ধা রয়েছে৷

এদিকে আসাদ প্রশাসন ছেড়ে চলে যাচ্ছে একের পর এক কর্মকর্তা৷ তুরস্কের আনাতোলিয়া সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী সম্ভবত ২০ জন সিরীয় জেনারেল আসাদ শিবির ত্যাগ করে শুধু তুরস্কেই আশ্রয় নিয়েছে৷ সোমবার মোট ১,১৩৭ জন সিরীয় নাগরিক সীমান্ত পেরিয়ে তুরস্কে প্রবেশ করেছে৷ সামরিক বাহিনীর বিদ্রোহীদের জন্য তুরস্কে আলাদা শিবির তৈরি করা হয়েছে৷

এসবি / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ