1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় পর্যবেক্ষক দলের প্রবেশাধিকার বাড়ানোর দাবি

২৯ ডিসেম্বর ২০১১

সিরিয়ায় আরব লিগের প্রতিনিধি দল নতুন নতুন শহর ঘুরে দেখছেন৷ তবুও সরকারি বাহিনীর দমন অভিযান এবং নির্যাতন অব্যাহত রয়েছে৷ এদিকে, আরব লিগের পর্যবেক্ষকদের সর্বত্র প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি ও ফ্রান্স৷

জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলেছবি: picture-alliance/dpa

পর্যবেক্ষক দলের উপস্থিতিতেও হত্যা-নির্যাতন অব্যাহত

দীর্ঘ নয় মাস ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে৷ আর সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে বিক্ষোভকারীদের উপর হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী৷ কয়েক দফা চুক্তির পর শেষ পর্যন্ত চলতি সপ্তাহে আরব লিগের পর্যবেক্ষক দল দেশটির বিভিন্ন শহর ঘুরে দেখছেন৷ বৃহস্পতিবার দিরা, হামা এবং ইদলিব শহর পরিদর্শন করছেন লিগের প্রতিনিধিরা৷ কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবারও বিভিন্ন শহরে অন্তত ১৩ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিরোধী দলগুলো৷

অবশ্য যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে আট জন নিহত হওয়ার কথা৷ তাদের ভাষ্য, দুমা, দামেস্ক এবং হামা শহরে সরকারি বাহিনীর গুলিতে এসব হতাহতের ঘটনা ঘটে৷ বিশেষ করে পর্যবেক্ষক দলের উপস্থিতির কারণে অনেক বেশি উৎসাহের সাথে বিক্ষোভ প্রদর্শনে নেমেছে সিরিয়ার মানুষ৷ আর সেসব বিক্ষোভকারীদের উপরই গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷

পর্যবেক্ষদের প্রবেশাধিকার বাড়ানোর দাবি জার্মানির

এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রী গিডো ভেস্টারভেলের এক মুখপাত্র জানিয়েছেন, আরব লিগের পর্যবেক্ষক দলকে যেন বাধা-বিপত্তি ছাড়াই সকল জায়গা পরিদর্শনে সুযোগ দেওয়া হয় সেজন্য জার্মানির পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে৷ শুধুমাত্র হোমস'এর মতো সংঘাতপূর্ণ শহরগুলোর কিছু অংশে নয়, বরং বিরোধী দল, সুশীল সমাজ, বিক্ষোভকারী গোষ্ঠীগুলোর প্রতিনিধি এবং কারাগারে আটক রাজবন্দিদের সাথেও লিগের পর্যবেক্ষক দলকে বৈঠক করতে দেওয়ার আহ্বান জানিয়েছে বার্লিন৷ এছাড়া ভেস্টারভেলে নিজেও পর্যবেক্ষক দলের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন অল্পে সন্তুষ্ট না হন এবং পরিস্থিতির সঠিক রূপ দেখার চেষ্টা করেন৷

ফ্রান্স ও চীনের প্রতিক্রিয়া

অন্যদিকে, সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষক দলের উপস্থিতিকে স্বাগত জানিয়েছে সিরিয়ার মিত্র দেশ চীন৷ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লে বলেন, ‘‘সিরিয়ায় আরব লিগের প্রতিনিধিদের নিরপেক্ষ ও সঠিক পর্যবেক্ষণ ও তদন্তকে স্বাগত জানায় চীন৷'' তিনি আশা প্রকাশ করেন যে, লিগের প্রতিনিধিরা উভয় পক্ষের মধ্যে সমঝোতার পরিবেশ সৃষ্টির মাধ্যমে সিরিয়ার সংকট সমাধানে সক্ষম হবে৷ তবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় লিগের পর্যবেক্ষক দলের সফরকে ‘অত্যন্ত সংক্ষিপ্ত এবং তা যথেষ্ট নয়' বলে এর সমালোচনা করেছে৷ পর্যবেক্ষকদের সর্বস্তরের মানুষের সাথে কথা বলার সুযোগ দিতে আহ্বান জানিয়েছেন ফরাসি মুখপাত্র ব্যার্নার্ড ভালেরঁ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ