1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় পর্যবেক্ষণ মিশন নিয়ে আরব লিগের মাথাব্যথা

৮ জানুয়ারি ২০১২

আরব পররাষ্ট্রমন্ত্রীরা আজ রবিবার কায়রোয় মিলিত হয়ে সিরিয়ায় লিগের পর্যবেক্ষণ মিশনের সাফল্য-অসাফল্য নিয়ে আলোচনা করবেন৷ কেননা ডাক উঠেছে, আরব লিগ ব্যাপারটা জাতিসংঘের হাতে ছেড়ে দিক৷

Arab League Secretary-General Nabil Al Araby (L) and Qatari Foreign Minister Hamad bin Jassim talk during a meeting of the Arab States to discuss the report of a peace mission in Syria and ways to strengthen it, in Cairo, January 8, 2012. REUTERS/Asmaa Waguih (EGYPT - Tags: POLITICS)
সিরিয়া নিয়ে কায়রোয় আরব লিগের বৈঠক (জানুয়ারি ৮, ২০১২)ছবি: Reuters

পর্যবেক্ষকরা মন্ত্রী পরিষদকে কি বলবেন, আল-জাজিরা নাকি তার কিছুটা আঁচ পেয়েছে৷ পর্যবেক্ষকরা বলবেন, আরব লিগ শান্তিপূর্ণ প্রতিবাদের উপর সিরিয়া সরকারের দমননীতির অন্ত ঘটানোর যে পরিকল্পনা করেছে, সিরিয়া তার বিরোধিতা করছে৷ এই প্রাথমিক রিপোর্টে পর্যবেক্ষকরা জানাবেন যে, সরকার-বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সহিংসতা অব্যাহত এবং সেনাবাহিনী বিভিন্ন শহর থেকে পশ্চাদপসারণ করেনি৷ এছাড়া সিরিয়া রাজনৈতিক বন্দিদের মুক্তি দেবার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করেনি, কিছু বন্দিকে এখনও অজ্ঞাত স্থানে ধরে রাখা হয়েছে, বলে নাগরিকদের অভিযোগ৷ রিপোর্টের এ'সব খুঁটিনাটি প্রকাশ করেছে আল-জাজিরা৷

অতএব আরব পররাষ্ট্রমন্ত্রীদের প্রধান আলোচ্য বিষয় হবে, এবার জাতিসংঘের সাহায্য চাইবার সময় এসেছে কিনা৷ মন্ত্রীরা দেখবেন, ২৬শে ডিসেম্বর যাবৎ সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশন কি অভিজ্ঞতা সঞ্চয় করেছে৷ পর্যবেক্ষকরা কি করে সিরীয় কর্তৃপক্ষের থেকে আরো নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, সেটাও বিবেচনা করে দেখা হবে৷

কিন্তু শেষমেষ সিদ্ধান্তটা কি হবে, সে বিষয়ে লিগের সূত্র থেকে যা শোনা যাচ্ছে, তা হল এই যে, মন্ত্রীরা পর্যবেক্ষণ মিশনের প্রতি তাদের সমর্থনই ব্যক্ত করবেন৷ অর্থাৎ সিরিয়ার গণতন্ত্র প্রয়াসী আন্দোলনকারীরা ঐ মিশনকে যা বলছে, সেটা তারা মেনে নেবেন না৷

বৈঠকের হোটেলের সামনে প্রতিবাদকারীদের ভিড়ছবি: Reuters

আন্দোলনকারীরা বলছে, এই দন্তহীন মিশন হল প্রেসিডেন্ট আসাদকে আরো কিছুটা সময় দেওয়ার কৌশল৷ কিন্তু সে কৌশল হয়তো পরিস্থিতিকে আরো বেশি রক্তপাতের দিকে নিয়ে যাবে৷ যেমন রবিবারেই দক্ষিণের দেরা প্রদেশের বসর আল-হরির গ্রাম থেকে ১১ জন সিরীয় সৈন্যের নিহত হবার খবর পাওয়া গিয়েছে৷ আহত হয়েছে আরো ২০ জন, এবং এ' সবই সিরীয় সেনাবাহিনী থেকে ডিফেক্ট করা বিদ্রোহী সৈন্যদের সঙ্গে সঙ্ঘর্ষে৷

অথচ এই রক্তপাতের অবসান ঘটানোটাই তো ছিল আরব লিগের পর্যবেক্ষণ মিশনের উদ্দেশ্য৷ কাজেই লিগের সিরিয়া সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কাতার প্রস্তাব দিয়েছে, জাতিসংঘের প্রযুক্তিবিদ এবং মানবাধিকার বিশেষজ্ঞদের লিগের মিশনে সাহায্য করতে ডাকা হোক৷ বিশেষ করে জাতিসংঘের ঐ সাহায্যকারীরা যদি নিজেরাও আরব হন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ