1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় পর্যবেক্ষণ মিশন স্থগিত করলো আরব লিগ

২৮ জানুয়ারি ২০১২

সিরিয়ায় বেড়ে চলেছে নিহতের সংখ্যা৷ গত তিনদিনে সেখানে কমপক্ষে ১২০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে৷ নির্যাতন চলতে থাকায় আরব লিগ তার পর্যবেক্ষণ মিশন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে৷

সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশনছবি: REUTERS

এদিকে সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে বিভক্ত জাতিসংঘ৷

নিষেধাজ্ঞা

জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন মিলে আরব দেশগুলোর সঙ্গে আলোচনা করে একটা খসড়া প্রস্তাব তৈরি করেছে৷ গত সপ্তাহে আরব লিগ সিরিয়াকে যে প্রস্তাব দিয়েছিল মূলত সেটাই জাতিসংঘের প্রস্তাবিত খসড়াতেও অন্তর্ভুক্ত করা হয়েছে৷ এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তাঁর কোনো এক ডেপুটির কাছে ক্ষমতা ছেড়ে দিতে বলা হয়েছে৷ আর এই ডেপুটির কাজ হবে বিরোধীদের সঙ্গে আলোচনা করে দুই মাসের মধ্যে একটা ঐকমত্যের সরকার গঠন৷ আগামী সপ্তাহে খসড়াটি নিরাপত্তা পরিষদে ভোটাভুটির জন্য তোলার পরিকল্পনা করা হচ্ছে৷

সিরিয়ায় চলছে বিক্ষোভছবি: dapd

প্রতিক্রিয়া

এর আগে গত অক্টোবরে নিরাপত্তা পরিষদ সিরিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে চেয়েছিল৷ চীন আর রাশিয়ার কারণে সেটা সম্ভব হয়নি৷ তবে এবার যে খসড়া তৈরি হয়েছে তাতে আরব লিগের সমর্থন রয়েছে৷ কিন্তু রাশিয়া বলেছে তারা সিরিয়ায় ক্ষমতা বদলের যে কোনো উদ্যোগের বিরোধিতা করবে৷ এদিকে সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ কীভাবে কঠোর অবস্থান নিতে পারে তা নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে আলোচনা চলছে৷ তাতে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো অংশ নিচ্ছে৷ আলোচনার শুরুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেট দাভুতুগলো বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে তারা বদ্ধপরিকর৷

হতাহত

লণ্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বলছে গত তিনদিন মানে বৃহস্পতি, শুক্র ও আজ শনিবারে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে৷ এর মধ্যে গত দুদিনে নিহতে হয়েছে প্রায় ৬০ জন করে৷ আর আজ দুজনের মৃত্যুর খবর জানা গেছে৷ এছাড়া একটি শিশুও নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে৷ এ নিয়ে সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর মোট ৩৮৪ জন শিশু নিহত হলো বলে জানিয়েছে ইউনিসেফ৷ আর সব মিলিয়ে নিহতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার বলে জানিয়েছে জাতিসংঘ৷ এদিকে সিরিয়ায় সরকারি নির্যাতন চলতে থাকায় আরব লিগ অবিলম্বে তার পর্যবেক্ষণ মিশনের কাজ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ