1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৩ জুন ২০১২

নিজের বিরুদ্ধে আন্দোলনকে ‘বিদেশিদের মদতপুষ্ট চক্রান্ত’ বলে অভিহিত করলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ তিনি হুলা গণহত্যার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেন৷ এদিকে আন্তর্জাতিক সংলাপের আহ্বান জানালেন বান কি মুন৷

In this photo released by the Syrian official news agency SANA, Syrian President Bashar Assad speaks at the Parliament, in Damascus, Syria, Wednesday, March 30, 2011. Syria's president has blamed the wave of protests against his authoritarian rule on 'conspirators' - but he failed to offer any concessions to appease the extraordinary wave of dissent. (ddp images/AP Photo/SANA) EDITORIAL USE ONLY
Syrien Baschar Al-Assad Parlament Redeছবি: AP

বিদেশি মদতে সন্ত্রাস

রোববার সিরিয়ার নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে এক ঘণ্টারও বেশি সময় ধরে ভাষণ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ তিনি হুলা গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দানবদের পক্ষেও এই ধরণের কাজ সম্ভব নয়৷ উল্লেখ্য, সেই হত্যাকাণ্ডে ১০৮ জন মানুষ নিহত হয় যার মধ্যে রয়েছে ৪৯ জন শিশু এবং ৩৪ জন নারী৷ প্রেসিডেন্ট আসাদ এই গণহত্যার সঙ্গে তাঁর সরকারের কোন সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তাঁর ভাষণে৷ গত ১৫ মাস ধরে তাঁর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের তিনি সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন এইসব সন্ত্রাসীর বিরুদ্ধে সরকারি দমনাভিযান অব্যাহত থাকবে৷ আসাদ বলেন, হুলা হত্যাকাণ্ডের পর সিরিয়াতে আন্তর্জাতিক মহলের ভূমিকা স্পষ্ট হয়ে গেছে৷ আমরা কোন রাজনৈতিক সমস্যার মোকাবিলা করছি না বরং এই দেশটিকে ধ্বংস করার একটি চক্রান্তের মোকাবিলা করছি৷ তিনি বলেন, যারা সিরিয়াতে বিদেশি হস্তক্ষেপ চায় তাদের সঙ্গে কোন আলোচনা হতে পারে না৷ সন্ত্রাস কোন রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হতে পারে না, বলেন প্রেসিডেন্ট আসাদ৷

আসাদের ভাষণ দেখানো হচ্ছে টেলিভিশনেছবি: AP

বান কি মুনের আহ্বান

এদিকে সিরিয়াতে পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় আন্তর্জাতিক সংলাপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ রোববার তাঁর সঙ্গে বৈঠক করেন ইসলামি সহযোগিতার সংগঠন ওআইসি-র প্রধান ইকেলেমেদদিন ইহসানেগ্লু৷ এরপর সাংবাদিকদের সামনে মুন বলেন, আমরা সিরিয়ার মানুষকে সাহায্য করার ওপর জোর দিচ্ছি৷ সিরিয়ায় আগামীতে কী ধরণের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলাপ আলোচনাকে আমি স্বাগত জানাবো৷ আরব লিগের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো নিয়ে নিরাপত্তা পরিষদ আলোচনা করবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব৷ সিরিয়া নিয়ে জাতিসংঘ এবং ওআইসি একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি৷

সামরিক হামলার পক্ষে ফ্রান্স

এদিকে সিরিয়াতে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমন অবস্থান ব্যক্ত করেছেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইয়েভ ল দ্রিয়া৷ তবে তিনি জানিয়েছেন, এই ধরণের পদক্ষেপ একমাত্র জাতিসংঘের অনুমতি সাপেক্ষে হতে হবে৷ তিনি আসাদকে সমর্থন না দেওয়ার জন্য রাশিয়ার প্রতিও আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ