1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সর্বাত্মক সেনা অভিযান

২৫ জুলাই ২০১২

সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে দুটি শহরে সর্বাত্মক অভিযান শুরু করেছে৷ রাজধানী দামেস্ক এবং আলেপ্পো থেকে বিদ্রোহীদের হটাতে সেখানে হাজার হাজার সেনা মোতায়েন করেছে আসাদ প্রশাসন৷

ছবি: AP

এদিকে জাতিসংঘের পর্যবেক্ষক দলের অর্ধেকই সিরিয়া ছেড়েছেন৷

সিরিয়াতে আসাদ বাহিনী ও বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির মধ্যে সংঘর্ষ তুমুল আকার ধারণ করেছে৷ গত কয়েকদিনে একাধিক জায়গায় আসাদ বাহিনীকে হটিয়ে দেয় বিদ্রোহী সেনারা৷ নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে সেসব জায়গাতে সর্বাত্মক হামলা শুরু করেছে সরকারি বাহিনী৷ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ভোর সাড়ে তিনটা থেকে দামেস্কের উপশহর আল তেল এলাকায় কামান থেকে গোলা বর্ষণ শুরু করে আসাদ বাহিনী৷ বিদ্রোহীদের লক্ষ্য করে অব্যাহতভাবে কামানের গোলা, রকেট ছুড়ছে তারা৷ এর পাশাপাশি হেলিকপ্টার গানশিপও ব্যবহার করছে আসাদ বাহিনী৷

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দামেস্ক এবং আলেপ্পো শহরে ফ্রি সিরিয়ান আর্মি'র সেনারা ব্যাপক হামলা চালায়৷ এই অবস্থায় তাদের হটাতে সর্বাত্মকভাবে হামলা শুরু করলো আসাদ সমর্থিত সিরিয়ার সেনাবাহিনী৷ ইতিমধ্যে উত্তরাঞ্চলের ইদলিব থেকে সিরীয় বাহিনীর এক বিশাল সেনা দল আলেপ্পোর দিকে সরিয়ে নেওয়া হয়েছে৷ সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী গোটা দেশজুড়ে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে৷ ফলে এই সুযোগে দামেস্ক এবং আলেপ্পোতে অবস্থান জোরদার করে ফেলে বিদ্রোহীরা৷ তাই সেনাবাহিনী অন্য জায়গা থেকে সরে এসে এই দুটি শহরে এখন তাদের মনোযোগ নিবদ্ধ করেছে৷ এদিকে দামেস্ক এবং আলেপ্পোতে আসাদ বাহিনীর অভিযান শুরুর পর দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী তুরস্ক৷ বার্তা সংস্থা এএফপিকে এক তুর্কি কর্মকর্তা জানিয়েছেন যে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে৷

এদিকে বুধবার দামেস্ক গিয়ে পৌঁছেছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান এর্বে লাসুস৷ তিনি সেখানে পৌঁছার পর জানান যে, আগামী ২০ আগষ্ট পর্যবেক্ষক দলের অবস্থানের মেয়াদের বর্ধিত সময়সীমা শেষ হচ্ছে৷ এরপর তারা সিরিয়া ত্যাগ করবে৷ তিনি আরও জানিয়েছেন যে, ইতিমধ্যেই পর্যবেক্ষদের অর্ধেক সদস্যকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে৷ তাই সিরিয়াতে এখন সংক্ষিপ্ত মিশন কাজ করছে৷ এদিকে সিরিয়াতে বোমা হামলায় আসাদ প্রশাসনের শীর্ষ চার কর্মকর্তা নিহত হওয়ার পরও যুক্তরাষ্ট্র এর নিন্দা না করায় সমালোচনা করেছে রাশিয়া৷ গত ১৮ জুলাই এই বোমা হামলা চালানো হয়৷ রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ এক বিবৃতিতে বলেন, এই ঘটনার নিন্দা না করার অর্থ হচ্ছে সন্ত্রাসকে সমর্থন করা৷

আরআই/জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ