1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার পরিস্থিতি

২৭ ফেব্রুয়ারি ২০১২

সিরিয়ায় সরকারবিরোধীদের নিয়ন্ত্রিত এলাকায় সেনা অভিযান এখনো চলছে৷ হোমস শহরের পাশাপাশি সেদেশের উত্তর-পশ্চিমের শহর ইডলিবেও অব্যাহত রয়েছে সেনাদের হানা৷ এদিকে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর আরো নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে৷

A man holds up a child during a demonstration against Syrian President Bashar Al-Assad's regime in the outskirts of Idlib, northern Syria, Sunday Feb. 26, 2012. (Foto:Rodrigo Abd/AP/dapd)
সরকার বিরোধী বিক্ষোভছবি: dapd

সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি

সিরিয়ার ইডলিব শহরে সরকারি সেনারা গোলাবর্ষণ করছে৷ মাঝে মাঝে বিমানধ্বংসী কামানও গর্জে উঠছে৷ রয়েছে ট্যাংকের উপস্থিতি৷ সোমবার ইডলিব'এর সারমিন, মারাট আল-ন্যুমান এবং বিনিশ এলাকায় অবস্থানরত সরকারবিরোধীদের উপর আক্রমণ পরিচালনা করে সেনাবাহিনী৷ সেনাদের এলাপোথাড়ি গোলাবর্ষণে অবশ্য ক্ষতির শিকার হচ্ছে বেসামরিক মানুষ৷ গণতন্ত্রপন্থীদের স্থানীয় একটি সমন্বয় গোষ্ঠী জানিয়েছে, বিনিশের কাছের শহর শারমিনে সরকারি সেনারা গোলাবর্ষণ করছে এবং ট্যাংক আক্রমণের প্রস্তুতি চলছে৷ রবিবার সেদেশে সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৯ ব্যক্তি৷ নিহতদের মধ্যে সেনা সদস্যও রয়েছে৷

সংঘর্ষ নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ

দৃশ্যত সিরিয়া সরকারের পক্ষে অবস্থান নিয়েছে চীন এবং রাশিয়া৷ চীন দাবি করেছে, সিরিয়া বিষয়ক মার্কিন নীতি ঔদ্ধত্যপূর্ণ৷ কমিউনিস্ট পার্টির সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদ ভাষ্যে দাবি করা হয়েছে, ইরাকের অভিজ্ঞতার পর আরব জনগণ সম্পর্কে কোন কথা বলার অধিকার নেই মার্কিন যুক্তরাষ্ট্রের৷ বলা বাহুল্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের এক বিবৃতির পর এই সংবাদ ভাষ্য প্রকাশ করে চীন৷ হিলারি সিরিয়া ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনীত প্রস্তাবের বিরোধিতা করায় চীন এবং রাশিয়ার সমালোচনা করেন৷ বেইজিং মনে করে, সিরিয়ায় রক্তাক্ত সহিংসতা বন্ধে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদকেই সংস্কারের সুযোগ দেওয়া উচিত৷

হোমস শহরে সরকারি বাহিনীর ধ্বংসযজ্ঞছবি: REUTERS

ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ

ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরো বাড়িয়েছে৷ সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের কিছু সম্পত্তি যা ইউরোপের কাছে রয়েছে, সেগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ৷ এছাড়া আসাদ এর ঘনিষ্ঠ আরো সাত ব্যক্তির ইউরোপে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারিতে সম্মত হয়েছে ইইউ৷ একইসঙ্গে সিরিয়ার কার্গো বিমান ইউরোপে প্রবেশ এবং স্বর্ণ কেনাবেচার উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ৷

উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় এক হামলায় প্রাণ হারান এক পশ্চিমা সাংবাদিক৷ এসময় আরো কয়েকজন সাংবাদিক আহত হন৷ ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি জানিয়েছেন, আহত দুই পশ্চিমা সাংবাদিককে হোমস শহর থেকে বের করে আনার চেষ্টা চলছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ