1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় বিরোধী নেতার জানাজায় নিরাপত্তা বাহিনীর গুলি, নিহত ২

৮ অক্টোবর ২০১১

সিরিয়ায় শনিবার নিহত কুর্দি নেতা মেশ্যাল টেমো জানাজায় অংশ নেয়া প্রায় ৫০ হাজার লোকের উপর গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী৷ এতে কমপক্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’৷

সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন (ফাইল ফটো)ছবি: dapd

সদ্য গঠিত বিরোধী সংগঠন ‘সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল'এর নেতা টেমো'কে গতকাল শুক্রবার একদল মুখোশধারী কামিশলি নামক শহরে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করে৷ তবে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলছে, কিছু বন্দুকধারী টেমোর গাড়িতে গুলি চালিয়ে তাঁকে হত্যা করেছে৷

টেমো ‘কুর্দিশ ফিউচার পার্টি' নামে একটি দল গঠন করেছিলেন৷ দলটি কুর্দিদেরকে সিরিয়ার অবিচ্ছেদ্য অংশ মনে করতো৷ প্রায় সাড়ে তিন বছর জেল খাটার পর সম্প্রতি টেমো মুক্তি পেয়েছিলেন৷ এদিকে বাবার জানাজায় অংশ নেয়া টেমোর ছেলে জাহিদা রাশ্কিলোও আহত হয়েছেন বলে জানা গেছে৷

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টন টেমো হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ এর আগে শুক্রবারই এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স৷

সিরিয়ার বাইরেও বিভিন্ন দেশে বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছেছবি: picture-alliance/dpa

টেমো হত্যার প্রতিক্রিয়ায় অস্ট্রিয়ার সিরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করতে গিয়ে আটক হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ১১ বিরোধী৷ এছাড়া লেবাননের সিরীয় দূতাবাসের সামনেও বিক্ষোভের ঘটনা ঘটেছে৷

এদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সাবেক সাংসদ রিয়াদ সাইফকে মারধর করেছে বলেও জানা গেছে৷

সরকারবিরোধী বিক্ষোভে শুক্রবার মোট ১৬ জন নিহত হয়েছে বলে আন্দোলনকারীরা বলছেন৷ আর সব মিলিয়ে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ২,৯০০রও বেশি লোক নিহত হয়েছে বলে জানিয়েছে শিশু অধিকার বিষয়ক জাতিসংঘের একটি কমিটি৷ তারা বলছে, এ সময় কমপক্ষে ১৮৭ জন শিশু মারা গেছে৷

তবে সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলছেন, নিহতের সংখ্যা ১১০০'র বেশি এবং তারা মারা গেছেন সন্ত্রাসীদের হাতে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ