সিরিয়া একটি আণবিক চুল্লি গড়ছে সন্দেহে ২০০৭ সালে ইসরায়েলি জঙ্গিবিমান স্থানটির উপর বোমাবর্ষণ করে৷ কিন্তু ঘটনার ১০ বছর পরে এই স্বীকারোক্তি সম্ভবত ইরানের প্রতি একটি প্রচ্ছন্ন হুমকি৷
বিজ্ঞাপন
বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী প্রথমবার সরকারিভাবে স্বীকার করে যে, ২০০৭ সালে সিরিয়ার অভ্যন্তরে একটি সম্ভাব্য আণবিক চুল্লির উপর বিমান আক্রমণ চালানো হয়েছিল৷ ২০০৭ সালের ৬ই সেপ্টেম্বর সংঘটিত বোমাবর্ষণের সঙ্গে ইসরায়েলের সংযোগ নিয়ে নানা জল্পনা-কল্পনা থাকলেও, ইসরায়েল কোনোদিনই তা স্বীকার করেনি, এমনকি ঘটনাটি সম্পর্কে মিডিয়ার বিবরণও সেন্সর করেছে৷
পূর্ব সিরিয়ার দাইর-এল-জুর অঞ্চলে একটি সম্ভাব্য প্লুটোনিয়াম জ্বালানির আণবিক চুল্লির উপর গোপন অভিযানে আটটি ইসরায়েলি জঙ্গিজেট স্বল্প উচ্চতায় উড়ে গিয়ে বোমাবর্ষণ করে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে৷
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘৫ই সেপ্টেম্বর রাত্রে ইসরায়েলি বিমানবাহিনীর জঙ্গিজেট সিরিয়ায় একটি নির্মীয়মান আণবিক চুল্লির উপর সফল আঘাত হানে ও চুল্লিটিকে ধ্বংস করে৷ চুল্লিটি প্রায় সমাপ্ত হতে চলেছিল৷ এই অভিযানে ইসরায়েল ও সমগ্র অঞ্চলটির প্রতি একটি আসন্ন অস্তিত্বের সংকট সফলভাবে অপসারণ করা হয়৷’’
ইসরায়েল: দেশটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ফিলিস্তিনের সঙ্গে এবং সেই কারণে বলতে গেলে প্রায় গোটা মুসলিম বিশ্বের সঙ্গেই ইসরায়েল নামের রাষ্ট্রটির বৈরিতা৷ তবে ইহুদি অধ্যুষিত এ দেশ সম্পর্কে এই তথ্যগুলো কি জানেন? জানলে সত্যিই অবাক হবেন৷
রাষ্ট্র ভাষা কয়টি?
জানেন ইসরায়েলের রাষ্ট্রভাষা ক’টি? দু’টি৷ আধুনিক হিব্রু ভাষা এবং আরবি৷ হিব্রু ভাষার কথা তো সবাই শুনেছেন, কিন্তু ‘আধুনিক হিব্রু’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা হয়ত অনেকেই বুঝতে পারবেন না৷ এই ভাষাটি গত ১৯ শতকের শেষভাগ পর্যন্তও বিকশিত হয়েছে৷ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আধুনিক হিব্রুর শেকড় প্রাচীন হিব্রু হলেও এখন এ ভাষায় ইংরেজি, স্লাভিচ, আরবি এবং জার্মানসহ অনেকগুলো বিদেশি ভাষার প্রভাব রয়েছে৷
ছবি: Fotolia/Ivan Montero
ইসরায়েলের আয়তন কত?
ছোট্ট দেশ৷ কিন্তু কত ছোট? ইসরায়েলের আয়তনই বা কত? কাজির গরু নাকি গোয়ালে থাকে না, গাছে থাকে৷ ইসরায়েলের ক্ষেত্রে কথাটা একটু অন্যভাবে বলা যায়৷ ইসরায়েলের ভূমি চুক্তিতে থাকে না, বাস্তবে থাকে৷ ১৯৪৯ সালে ইসরায়েল, লেবানন, জর্ডান ও সিরিয়ার মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চু্ক্তি অনুযায়ী দেশটির আয়তন হওয়ার কথা ২০ হাজার ৭৭০ বর্গ কিলোমিটার৷ কিন্তু ইসরায়েলের আয়তন এখন ২৭ হাজার ৭৯৯ বর্গ কিলোমিটার৷
ইসরায়েলের ‘সবাই’ সেনাসদস্য
ইসরায়েল একমাত্র দেশ যেখানে প্রাপ্ত বয়স্ক সব নাগরিকের জন্যই সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক৷ সুতরাং দেশটিতে যতজন প্রাপ্তবয়স্ক নাগরিক সেনাসদস্যও এক অর্থে ততজন৷ সেনাপ্রশিক্ষণও স্বল্পমেয়াদি হয় না৷ সব প্রাপ্ত বয়স্ক ছেলেকে ৩ বছরের এবং মেয়েকে অন্তত ২ বছরের প্রশিক্ষণ নিতে হয়৷
ছবি: dapd
ইসরায়েলিও ফিলিস্তিনের সমর্থক?
ইহুদিদের একটি ধর্মীয় সংগঠন জিওনিজম মতবাদ এবং ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার বিরুদ্ধে৷ সংগঠনটির নাম, ‘নেতুরেই কার্টা’ বা ‘নগর রক্ষক’৷ ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংগঠনটি ‘ফিলিস্তিনের সমর্থক’ হিসেবে পরিচিত৷
ছবি: picture-alliance/dpa
আইনস্টাইন প্রেসিডেন্ট হননি
নোবেল বিজয়ী জার্মান পদার্থ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিনিধন বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন৷ ইসরায়েল তাঁর কথা শুধু কৃতজ্ঞচিত্তে মনেই রাখেনি, তাঁকে সম্মানও জানাতে চেয়েছিল প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব দিয়ে৷ ইসরায়েলের প্রেসিডেন্ট হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আইনস্টাইন৷
ছবি: Imago/United Archives International
ঈশ্বরের কাছে চিঠি
ইসরায়েলের মানুষ সত্যি সত্যিই ঈশ্বরের উদ্দেশ্যে প্রচুর চিঠি লিখে৷ প্রতি বছর জেরুসালেমের ডাক বিভাগ এমন অন্তত হাজার খানেক চিঠি পায় যেখানে প্রাপকের জায়গায় লেখা থাকে ‘ঈশ্বর’!
ছবি: Fotolia/V. Kudryashov
জেরুসালেম যা যা সয়েছে
ইতিহাস বলছে, প্যালেস্টাইনের রাজধানী জেরুসালেমে এ পর্যন্ত ২৩ বার ভয়াবহ আগুন লেগেছে আর বহিঃশক্তির আক্রমণের শিকার হয়েছে ৫২ বার৷ জেরুসলেম দখল এবং পুনরুদ্ধারের ঘটনা ঘটেছে ৪৪ বার৷
ছবি: DW/S. Legesse
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিশেষ নোট
ইসরায়েলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য রয়েছে বিশেষ মুদ্রা৷ ‘ব্রেইল’-এর মতো বর্ণের সহায়তায় কাগুজে নোটগুলোতে লেখা থাকে বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের কেনাকাটা বা মুদ্রা বিনিময়ে কোনো অসুবিধা হয় না৷ সারা বিশ্বে ইসরায়েল ছাড়া ক্যানাডা, মেক্সিকো, ভারত আর রাশিয়াতেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই বিষেষ ব্যবস্থা রয়েছে৷
ছবি: picture alliance/landov
8 ছবি1 | 8
আণবিক চুল্লিটির বিকাশে সিরিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে সাহায্য পেয়েছিল বলে মনে করা হয়ে থাকে৷ দামেস্ক কখনো আণবিক কলকারখানা সৃষ্টির প্রচেষ্টার কথা স্বীকার করেনি এবং ইসরায়েলি আক্রমণের পরও নীরব থাকে৷ শুধুমাত্র বলে যে, সিরিয়ার বায়ুসীমা লঙ্ঘন করা হয়েছে৷
যুদ্ধের আশঙ্কা
সদ্য প্রকাশিত নথিপত্র অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারা অভিযানটি সম্পর্কে নীরব থাকেন, কেননা, সিরিয়া পাল্টা আঘাত হানবে ও একটি যুদ্ধ শুরু হবে বলে তাদের আশঙ্কা ছিল৷
‘‘ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (সিরিয়ার তরফে) পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল৷ কাজেই অভিযান সংক্রান্ত তথ্য আপামর জনতার সামনে প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়,'' বলেছে ইসরায়েলি সামরিক বাহিনী৷
২০০৮ সালে মার্কিন কর্মকর্তারা দাবি করেন যে, সিরিয়া একটি গোপন আণবিক চুল্লি নির্মাণের চেষ্টা করেছিল, ইসরায়েল সেটির উপর বোমা ফেলে৷ ২০১১ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ জানায় যে, সংশ্লিষ্ট কারখানাটি খুব সম্ভবত একটি পারমাণবিক চুল্লি ছিল৷
ইরানকে বার্তা?
ইসরায়েল সেনাবাহিনী হঠাৎ দশ বছর আগের সেই অভিযানের কথা প্রকাশ্যে স্বীকার করার সিদ্ধান্ত নিলো কেন, তা স্পষ্ট নয়৷ বিমানহানার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এহুদ ওলমাট, যার স্মৃতিকথা প্রকাশিত হতে চলেছে৷ ওলমাট ব্যাপারটা ফাঁস করার আগেই কি ইসরায়েলি সামরিক বাহিনী এই পদক্ষেপ নিতে চেয়েছে?
সিরিয়ায় যুদ্ধের ছবি
সপ্তাহ কয়েক আগেই রণহুংকার ছেড়েছিল তুরস্ক৷ কুর্দিদের পরাস্ত করতে সৈন্য পাঠিয়েছিল সিরিয়ার আফরিনে৷ সিরিয়াও কুর্দিদের পক্ষে লড়াইয়ের কথা বলেছিল৷ দেখে নেওয়া যাক রণভূমি আফরিনের ছবি৷
ছবি: Reuters/Khalil Ashawi
শীতের সকালে জলপাই পোশাক
গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশের মতো তুরস্ক এবং সিরিয়াতেও তীব্র শৈত্যপ্রবাহ হচ্ছে৷ তারই মধ্যে তুরস্কের সীমান্ত পার করে সিরিয়ায় প্রবেশ করেছে তুরস্কের সৈন্য৷
কুর্দি বিদ্রোহীদের খুঁজতে মহল্লায় মহল্লায় হামলা চালাচ্ছে তুরস্কের বাহিনী৷ ছাড় দেওয়া হচ্ছে না সাধারণ মানুষ এবং গবাদি পশুকেও৷
ছবি: Reuters/Khalil Ashawi
ধোঁয়ার কুণ্ডলী
বোমারু হামলার পর আফরিনের চেহারা৷ ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে চারিদিকে৷
ছবি: Getty Images/AFP/N. Al-Khatib
পাল্টা আঘাত
আফরিনে ঘাঁটি গেড়ে থাকা কুর্দি বিদ্রোহীরাও লাগাতার প্রত্যাঘাত করছে৷ তাদেরই গুলিতে আহত এক তুরস্কের জওয়ানকে নিয়ে যাওয়া হচ্ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi
পাথুরে ঘুম
সারাদিন ধরেই চলছে লড়াই৷ তারই মাঝে পাথরের আড়ালে জিরিয়ে নিচ্ছেন সৈন্যরা৷ হাতে বন্দুক নিয়ে৷
ছবি: Reuters/Khalil Ashawi
যুদ্ধ এবং আলাপ
একদিকে যুদ্ধ চলছে৷ হাতে বন্দুক নিয়ে অতন্দ্র প্রহর গুনছেন যোদ্ধারা৷ তারই মধ্যে মোবাইলে কথা বলে নিচ্ছেন কাছের মানুষদের সঙ্গে৷ হয়তো এটাই তাঁর শেষ কথা!
ছবি: Reuters/Khalil Ashawi
দূরবীন
একনজরে দেখলে বোঝা যায় না৷ মনে হয় বোমা৷ আসলে এটা বহু দূর পর্যন্ত দেখার বাইনেকুলার৷ যুদ্ধের ট্যাঙ্কে ব্যবহার করা হয়৷
ছবি: Reuters/Khalil Ashawi
হামলার মুহূর্তে
গ্রামে গ্রামে এভাবেই বন্দুক উঁচিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে বলে কুর্দি বিদ্রোহীদের অভিযোগ৷
ছবি: Reuters/Khalil Ashawi
মর্টার
এভাবেই মর্টার বসিয়ে দূরের লক্ষ্যে ছোড়া হচ্ছে আফরিনে৷ একেকটি মর্টার শেলের আঘাতে মৃত্যু হচ্ছে কয়েকশ’ মানুষের৷
ছবি: Reuters/Khalil Ashawi
যুদ্ধের মাঝে প্রার্থনা
যুদ্ধের মধ্যেও নামাজ পড়ে নিচ্ছেন সৈন্যরা৷ পড়ন্ত বিকেলে সকলে একসঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ছে৷
ছবি: Reuters/Khalil Ashawi
11 ছবি1 | 11
অপরদিকে এই স্বীকারোক্তি ইরানের প্রতি সাবধানবার্তা হতে পারে, বিশেষ করে ইরান যখন চলতি সিরিয়া সংঘাতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন করছে৷ এই পন্থায় ইরান সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা স্থাপন করে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত করবে বলে ইসরায়েলের উদ্বেগ৷
চলতি যুদ্ধে ইসরায়েল সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যের উপর ডজন-ডজন বিমানহানা চালিয়েছে, মূলত লেবাননের শিয়াপন্থি হিজবুল্লাহ গোষ্ঠীকে অস্ত্র পাচার করা হচ্ছে, এই সন্দেহে৷ হিজবুল্লাহ গোষ্ঠী আসাদ প্রশাসনের সৈন্যদের পাশাপাশি যুদ্ধ চালাচ্ছে ও হিজবুল্লাহর মুখ্য পৃষ্ঠপোষক হলো ইরান৷
২০০৭ সালের দুঃসাহসী বিমান অভিযানটি ১৯৮১ সালে ইরাকের একটি পারমাণবিক কারখানার উপর ইসরায়োলি আক্রমণের কথা স্মরণ করিয়ে দেয়৷
‘‘২০০৭ সালে (সিরিয়ার) আণবিক চুল্লিটির উপর আক্রমণের বার্তা হলো, ইসরায়েলের অস্তিত্বের পক্ষে ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে, এমন কোনো নির্মাণকার্য বরদাস্ত করা হবে না,’’ বলে ইসরায়েলের সামরিক প্রধান লেফটেনান্ট-জেনারেল গাডি আইজেনকোট একটি বিবৃতিতে মন্তব্য করেছেন৷ ‘‘১৯৮১ সালের বার্তা ছিল তাই, ২০০৭ সালের বার্তা ছিল তাই এবং আমাদের শত্রুদের প্রতি ভবিষ্যতেও এই একই বার্তা থাকবে৷''
বর্তমান দৃষ্টিকোণ থেকে বিচার করলে, সিরিয়ায় আণবিক চুল্লিটি ধ্বংস হওয়ার কারণেই হয়তো ইসলামিক স্টেট সিরিয়া যুদ্ধের সময় অংশত দাইর-এল-জুর এলাকা জয় করা সত্ত্বেও কোনো পারমাণবিক পদার্থ হস্তগত করতে পারেনি৷ ‘‘একটি পারমাণবিক চুল্লি হাতে পেলে ওরা যে কী করতে পারতো, তা কল্পনার বাইরে,'' বলে ইসরায়েলি মিলিটারি মন্তব্য করেছে৷