1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় রাশিয়ার হামলায় ১৮ হাজার নিহত: মনিটর

১ অক্টোবর ২০১৮

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থনে সিরিয়ায় গত তিন বছর ধরে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া৷ এসব হামলায় ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক এক সংস্থা৷

Syrien russische Langstreckenbomber Tu-22M3
ছবি: picture-alliance/Ministry of defence of the Russian Federation

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বা এসওএইচআর নামের ঐ সংস্থা রবিবার (৩০ সেপ্টেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় হামলা শুরু করে রাশিয়া৷

এসওএইচআর বলছে, এই তিন বছরে রাশিয়ার হামলায় ১৮ হাজার ৯৬ জন নিহত হয়েছে৷ এর মধ্যে নিরীহ মানুষের সংখ্যা সাত হাজার ৯৮৮ জন, অর্থাৎ প্রায় অর্ধেক৷ এছাড়া পাঁচ হাজার ২৩৩ জন আইএস যোদ্ধাসহ বিদ্রোহী, জিহাদি ও অন্যান্য ইসলামি জঙ্গি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷

সিরিয়ায় থাকা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং হামলা চালানো বিমানের ধরন, স্থান, ফ্লাইট প্যাটার্ন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এসওএইচআর৷

রাশিয়ার প্রতিরক্ষা কমিশনও সিরিয়ায় অভিযানের তিন বছরকে ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে ৮৫ হাজার ‘সন্ত্রাসী'কে হত্যার দাবি করা হয়েছে৷ শুধুমাত্র সন্ত্রাসীদের স্থাপনা নির্দিষ্ট করে হামলা চালানো হয়েছে এবং এখনো হচ্ছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ভিক্টর বনদারেভ৷

তবে উদ্ধার তৎপরতা চালানো সংস্থা ‘হোয়াইট হেলমেটস' বলছে, গত তিন বছরে তারা রাশিয়ার হামলায় বিধ্বস্ত বেসরকারি স্থাপনায়ও উদ্ধারকাজ চালিয়েছে৷ এ পর্যন্ত তারা ১৯টি স্কুল, ১২টি বাজার, ২০টি চিকিৎসা কেন্দ্র এবং নিজেদের ২১টি উদ্ধার কেন্দ্রে কাজ করেছে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি৷

এসওএইচআর বলছে, রাশিয়া যখন সিরিয়ায় হামলা শুরু করে, তখন সিরীয় সরকারের কাছে পুরো সিরিয়ার মাত্র ২৬ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে ছিল৷ এখন সেটি প্রায় দুই-তৃতীয়াংশে পৌঁছেছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান রামি আবদেল রহমান৷

সিরিয়ায় রাশিয়া ছাড়াও মার্কিন নেতৃত্বাধীন একটি জোট ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে৷

ঐ অভিযানে তিন হাজার তিনশ' জনের বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলে গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছিল এসওএইচআর৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ