1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় রাশিয়ার হামলায় ১৮ হাজার নিহত: মনিটর

১ অক্টোবর ২০১৮

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সমর্থনে সিরিয়ায় গত তিন বছর ধরে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া৷ এসব হামলায় ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে লন্ডনভিত্তিক এক সংস্থা৷

Syrien russische Langstreckenbomber Tu-22M3
ছবি: picture-alliance/Ministry of defence of the Russian Federation

‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বা এসওএইচআর নামের ঐ সংস্থা রবিবার (৩০ সেপ্টেম্বর) একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর সিরিয়ায় হামলা শুরু করে রাশিয়া৷

এসওএইচআর বলছে, এই তিন বছরে রাশিয়ার হামলায় ১৮ হাজার ৯৬ জন নিহত হয়েছে৷ এর মধ্যে নিরীহ মানুষের সংখ্যা সাত হাজার ৯৮৮ জন, অর্থাৎ প্রায় অর্ধেক৷ এছাড়া পাঁচ হাজার ২৩৩ জন আইএস যোদ্ধাসহ বিদ্রোহী, জিহাদি ও অন্যান্য ইসলামি জঙ্গি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷

সিরিয়ায় থাকা বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং হামলা চালানো বিমানের ধরন, স্থান, ফ্লাইট প্যাটার্ন ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এসওএইচআর৷

রাশিয়ার প্রতিরক্ষা কমিশনও সিরিয়ায় অভিযানের তিন বছরকে ঘিরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে ৮৫ হাজার ‘সন্ত্রাসী'কে হত্যার দাবি করা হয়েছে৷ শুধুমাত্র সন্ত্রাসীদের স্থাপনা নির্দিষ্ট করে হামলা চালানো হয়েছে এবং এখনো হচ্ছে বলে জানিয়েছেন কমিশন প্রধান ভিক্টর বনদারেভ৷

তবে উদ্ধার তৎপরতা চালানো সংস্থা ‘হোয়াইট হেলমেটস' বলছে, গত তিন বছরে তারা রাশিয়ার হামলায় বিধ্বস্ত বেসরকারি স্থাপনায়ও উদ্ধারকাজ চালিয়েছে৷ এ পর্যন্ত তারা ১৯টি স্কুল, ১২টি বাজার, ২০টি চিকিৎসা কেন্দ্র এবং নিজেদের ২১টি উদ্ধার কেন্দ্রে কাজ করেছে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি৷

এসওএইচআর বলছে, রাশিয়া যখন সিরিয়ায় হামলা শুরু করে, তখন সিরীয় সরকারের কাছে পুরো সিরিয়ার মাত্র ২৬ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে ছিল৷ এখন সেটি প্রায় দুই-তৃতীয়াংশে পৌঁছেছে বলে জানিয়েছেন সংস্থার প্রধান রামি আবদেল রহমান৷

সিরিয়ায় রাশিয়া ছাড়াও মার্কিন নেতৃত্বাধীন একটি জোট ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে৷

ঐ অভিযানে তিন হাজার তিনশ' জনের বেশি নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলে গত সপ্তাহে এক প্রতিবেদনে জানিয়েছিল এসওএইচআর৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ