1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ বোমাবাজি যুদ্ধাপরাধ: অ্যামনেস্টি

চেজ উইন্টার/এসি২৩ ডিসেম্বর ২০১৫

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে রাশিয়া যেভাবে সিরিয়ায় বিভিন্ন বেসামরিক এলাকার উপর বোমাবর্ষণ করেছে, তা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে৷ অ্যামনেস্টির রিপোর্টে ক্লাস্টার বোমা ব্যবহারের কথাও বলা হয়েছে৷

Syrien Russischer Luftangriff in Aleppo
ছবি: picture-alliance/Anadolu Agency/B. El-Halebi

অ্যামনেস্টি বুধবার যে রিপোর্ট প্রকাশ করে, তা-তে সিরিয়ায় বিভিন্ন বেসামরিক এলাকায় রুশ বোমাবর্ষণে শত শত মানুষ নিহত হওয়ার কথা বলা হয়েছে৷

‘‘দৃশ্যত কিছু রুশ বিমান হানা সরাসরি বেসামরিক ব্যক্তি অথবা স্থানকে লক্ষ্য করে চালানো হয়েছে, এমন সব বেসামরিক এলাকার উপর, যেখানে কোনো সামরিক লক্ষ্য থাকতে পারে না৷ এছাড়া হাসপাতাল ইত্যাদির উপরও আক্রমণ চালানো হয়েছে, যার ফলে বেসামরিক ব্যক্তিরা হতাহত হয়েছে৷ এ ধরনের আক্রমণ যুদ্ধাপরাধের তুল্য হতে পারে'', বলেছেন ফিলিপ লুথার, যিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক৷

গত সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস অবধি রাশিয়া হোমস, ইদলিব ও আলোপ্পো প্রদেশগুলিতে যে সব বিমান হানা চালায়, তার মধ্যে ছ'টি পর্যালোচনা করে দেখেছে অ্যামনেস্টি৷ অ্যামনেস্টি বলছে, ঐ সব বিমান হানায় অন্তত ২০০ বেসামরিক ব্যক্তি এবং ডজন খানেক যোদ্ধা নিহত হয়েছে৷

রুশ বিমান আক্রমণের লক্ষ্য হয় বিভিন্ন বসতবাড়ি, একটা বাজার, একটি মসজিদ ও একটি অস্থায়ী হাসপাতাল৷ রুশ সরকার পরিকল্পিতভাবে তা ধামাচাপা দেবার চেষ্টা করে থাকতে পারেন, বলেছে অ্যামনেস্টি৷

ইদলিব প্রদেশের আরিহায় একটি জনবহুল বাজার এলাকার উপর তিনটি রকেট পড়ে ৪৯ জন বেসামরিক ব্যক্তি নিহত হবার কথা বলা হয়েছে অ্যামনেস্টির রিপোর্টে৷

গত অক্টোবর মাসে হোমস প্রদেশের ঘান্টুতে একটি সম্ভাব্য রুশ আক্রমণে ৪৬ জন বেসামরিক ব্যক্ত নিহত হন; তাদের মধ্যে ছিলেন ১১ জন মহিলা এবং ৩২টি শিশু, যারা একটি বসতবাড়ির মাটির তলার ঘরে আশ্রয় নিয়েছিল – জানিয়েছে অ্যামনেস্টি৷

রাশিয়া যে ঘনবসতি এলাকার উপর আনগাইডেড মিসাইল ও ক্লাস্টার বোমা ব্যবহার করে থাকতে পারে, তার হদিশ আছে, বলছে অ্যামনেস্টি৷ ক্লাস্টার বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ৷ ইতিপূর্বে হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংগঠনও সিরিয়ায় সম্প্রতি অন্তত ২০ বার ক্লাস্টার বোমা ব্যবহারের খবর দিয়েছিল – এমনকি এই সব বোমা রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নে তৈরি হয়ে থাকতে পারে, এমন হদিশও নাকি পেয়েছে এইচআরডাব্লিউ৷

রুশ বোমাবাজি কি সত্যিই যুদ্ধাপরাধ? না এটাও একটা রাজনীতি? জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ