1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় শিশুদের হাসপাতাল ও স্কুলে বোমা

১৫ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়া সংকটে এখনকার আলোচিত শব্দ ‘আজাজ'৷ তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী শহরটি এখন সিরীয় বিদ্রোহীদের দখলে৷ সিরিয়ার সেনারা এর নিয়ন্ত্রণ নিতে চায়৷ ওদিকে, তুরস্ক চায় না শহরটি কুর্দি সমর্থকদের নিয়ন্ত্রণে চলে যাক৷

Syrien Idlib Krankenhaus Raketenangriff
ছবি: Reuters/Social Media Website

বিষয়টি একটু জটিল৷ সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্ত শুরুর আগে একমাত্র আজাজ শহরটিই এখন বিদ্রোহীদের দখলে আছে৷ ফলে সিরিয়ার সেনাদের হামলা থেকে বাঁচতে অনেক সাধারণ জনগণ সেখানে আশ্রয় নিয়েছে৷

এদিকে বিদ্রোহীদের হাতে থাকা এই শহরটির নিয়ন্ত্রণ পেতে আগ্রহী সিরীয় সেনাবাহিনী৷ সেই লক্ষ্যে রাশিয়ার সহায়তা নিয়ে সেখানে হামলা চালানো হচ্ছে৷ সোমবার সকালে শিশুদের একটি হাসপাতাল ও স্কুল সহ কয়েকটি স্থানে আকাশ থেকে বোমা ফেলা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, রাশিয়ার জেট বিমান থেকেই বোমাগুলো ফেলা হয়েছে৷ এতে ১৪ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন৷

এদিকে, যুক্তরাষ্ট্রের সহায়তায় কুর্দি সংগঠন ওয়াইপিজি-র সদস্যরাও আজাজ শহরের নিয়ন্ত্রণ পেতে চাইছে৷ কিন্তু তুরস্ক সেটা চাইছে না৷ কারণ ওয়াইপিজি সংগঠনটিতে তারা তাদের দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা পিকেকে সংগঠনের সমর্থক মনে করে৷ পিকেকে গত তিন দশক ধরে তুরস্কের দক্ষিণপূর্বে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালাচ্ছে৷ তাই নিজেদের সীমান্তে ওয়াইপিজি শক্তিশালী হোক তুরস্ক সেটা চাইছে না৷ সেটা নিশ্চিত করতে গত তিনদিন ধরে সিরিয়ার কুর্দিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে৷

তবে তুরস্ককে এই ধরণের হামলা চালানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জার্মানি৷ এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবির একটি মন্তব্য ক্ষোভ প্রকাশ করেছে তুরস্ক৷ তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে লড়তে তুরস্ক ও সিরিয়ার কুর্দিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি৷ কিন্তু তুরস্কের সেটি পছন্দ হয়নি৷ তুরস্ক আর সিরিয়ার কুর্দিদের একসঙ্গে ‘তুলনা' করায় তারা ক্ষুব্ধ হয়ে উঠেছে৷ তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানজু বিলজিচ সোমবার এ কথা জানান৷ এছাড়া ‘কোনো জঙ্গি সংগঠন'-এর বিরুদ্ধে লড়তে তুরস্ক কারও অনুমতি চাইবে না বলেও জানান তিনি৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ