1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৩১ আগস্ট ২০১৩
Demonstrators protest against Syria's President Bashar al-Assad in Jubar near Damascus June 25, 2012. Picture taken June 25, 2012. REUTERS/Shaam News Network/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: REUTERS

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হয় ২০১১ সালের মার্চ মাসে৷ কিন্তু সেই প্রতিবাদ এক পর্যায়ে গৃহযুদ্ধে রূপ নেয়৷ আসাদের নেতৃত্বাধীন শাসকগোষ্ঠী বিরোধীদের দমনে কঠোর পদক্ষেপ নিয়েছে৷ ফলশ্রুতিতে সংঘাত বেড়েছে৷ সিরিয়াজুড়ে সরকারি এবং বিদ্রোহী সেনাদের মধ্যে চলছে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ৷ আসাদের বাহিনী যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে৷ আর এই অভিযোগের পর আন্তর্জাতিক সমাজ সেদেশের উপর সামরিক হস্তক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে৷

গত আড়াই বছর ধরে চলমান সংঘাত সিরিয়াকে কার্যত ধ্বংস করে দিচ্ছে৷ জাতিসংঘের হিসেবে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে৷ সেদেশে অবস্থানরত প্রায় সত্তর লাখ মানুষের এখন জরুরি মানবিক সহায়তা প্রয়োজন৷ সংঘাত এড়াতে বিশ লাখের কাছাকাছি সিরীয় কয়েকটি প্রতিবেশী দেশ, উত্তর আফ্রিকা এবং ইউরোপে আশ্রয় নিয়েছেন৷

সিরিয়া যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে এর প্রভাব নিয়ে ডয়চে ভেলের বিশেষ আয়োজন:

স্কিপ নেক্সট সেকশন সংবাদগুলো

সংবাদগুলো

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ