1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় বিমানঘাঁটিতে হানা

৩ নভেম্বর ২০১২

সিরিয়ার উত্তরাঞ্চলে একটি সরকারি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা৷ এই ঘাঁটি থেকে বিদ্রোহীদের বিভিন্ন আস্তানায় হামলা পরিচালনা করতো সরকারি বাহিনী৷

Source News Feed: EMEA Picture Service ,Germany Picture Service Free Syrian Army fighters with opposition flags ride a truck, which they say was captured from the Syrian army loyal to President Bashar al-Assad, in Saraqeb near Idlib October 15, 2012. Picture taken October 15, 2012. REUTERS/Shaam News Network/Handout (SYRIA - Tags: POLITICS CIVIL UNREST MILITARY CONFLICT) FOR EDITORIAL USE ONLY. NOT FOR SALE FOR MARKETING OR ADVERTISING CAMPAIGNS. THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. IT IS DISTRIBUTED, EXACTLY AS RECEIVED BY REUTERS, AS A SERVICE TO CLIENTS
ছবি: Reuters

তাফতানাজ বিমান ঘাঁটিতে এমন এক সময় বিদ্রোহীরা হামলা চালালো, যখন তাদেরকে দমনে সরকারি বাহিনী বিমান হামলার পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছিল৷ ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলা হয়েছে, উগ্র মৌলবাদী আল-নুসরা ফ্রন্টসহ আটটি ব্যাটেলিয়ন এই হামলায় অংশ নিয়েছে৷ ভিডিওতে একটি পিক আপ ট্রাকে বসানো মিসাইল লঞ্চারও দেখানো হয়, যেটি ব্যবহার করে সরকারি সেনাদের বিভিন্ন অবস্থানে হামলা চালানো হচ্ছে৷

লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইডলিব প্রদেশে অবস্থিত বিমান ঘাঁটিটির আশেপাশে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ বিদ্রোহীরা এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে তাদের অবস্থান উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে৷

বিমান ঘাঁটিতে হামলার আগে অবশ্য বিদ্রোহী সেনারা সরকারি বাহিনীর একটি বিমান প্রতিরক্ষা পোস্ট দখল করে নেয়৷ এরপর সেখান থেকে প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহ করে ঘাঁটির দিকে অগ্রসর হয়৷

এদিকে, ইউটিউবে প্রকাশিত এক ভিডিও'র কারণে বিদ্রোহী সেনারা সমালোচনার মুখে পড়েছে৷ এতে দেখা যাচ্ছে, গত বৃহস্পতিবার সারাকেব শহরের কাছে একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর পর দশজন সরকারি সেনাকে আটক করে বিদ্রোহীরা৷ এরপর তাদেরকে পিটিয়ে লাইনে দাঁড়া করানো হয় এবং গুলি করে হত্যা করা হয়৷

এই ভিডিও'টির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি৷ তবে জাতিসংঘের মানবাধিকার কমিশন জানিয়েছে, ভিডিওটি কার্যত যুদ্ধাপরাধের প্রমাণ দিচ্ছে এবং এধরনের নৃশংসতার সঙ্গে জড়িতদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে৷ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নুল্যান্ড এই বিষয়ে সাংবাদিকদের বলেছেন, ‘এধরনের আচরণের কোন যৌক্তিকতা কখনোই ছিল না৷ নৃশংসতার সঙ্গে জড়িতদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে৷'

উল্লেখ্য, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় গত মার্চ মাস ধরে চলা সরকার বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬,০০০৷ শুক্রবারও সেদেশে সংঘর্ষে প্রাণ হারায় ১৮১ ব্যক্তি৷ সিরিয়া সংকট নিরসনে আন্তর্জাতিক সমাজ একাধিক উদ্যোগ নিলেও সহিংসতা থামেনি৷

এআই / এএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ