1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের হামলা

১৪ এপ্রিল ২০১৮

সিরিয়ার পূর্ব গুটায় বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ শহর ডুমায় ‘রাসায়নিক হামলা’র জন্য বাশার আল-আসাদের বাহিনীকে দায়ী করে দেশটির সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় একযোগে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স৷

ছবি: Imago/Xinhua/A. Safarjalani

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার প্রথম প্রহরে হোয়াইট হাউজ থেকে এই আক্রমণ শুরুর ঘোষণা দেন, যার হুঁশিয়ারি তিনি আগেই দিয়ে রেখেছিলেন৷ ঘোষণার পরপরই সিরিয়ার রাজধানী দামেস্কে বড় ধরনের বিস্কোরণের শব্দ পাওয়া যায়৷

ট্রাম্প বলেছেন, আসাদ সরকার যতক্ষণ পর্যন্ত রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধ না করছে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের প্রতিক্রিয়া বজায় রাখার প্রস্তুতি আছে তার৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁও সিরিয়ায় একযোগে হামলার স্বীকারোক্তি দিয়েছেন৷ মে বলেছেন, সিরিয়ায় হামলা না চালিয়ে যুক্তরাজ্যের উপায় ছিল না৷

নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্যের চালানো যৌথ এ হামলা ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম৷ একে ‘আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ হিসেবেও অভিহিত করেছে তারা৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ