1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

১৭ জুন ২০১২

সিরিয়ায় সশস্ত্র শান্তিরক্ষী পাঠাতে জাতিসংঘ’র প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের বিরোধী পক্ষ৷ সহিংসতার কারণে সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষকরা পরিদর্শন কার্যক্রম স্থগিতের ঘোষণা দিলে এই আহ্বান জানায় বিরোধীরা৷

In this picture taken during a UN observer-organized tour, UN observers don body armor upon their arrival in Hama city, central Syria, on Thursday May 3, 2012. Syrian security forces stormed dorms at a northwestern university to break up anti-government protests there, killing at least four students and wounding several others with tear gas and live ammunition, activists and opposition groups said Thursday. (Foto:Muzaffar Salman/AP/dapd)
ছবি: dapd

সিরিয়ার নির্বাসিত জাতীয় পরিষদ (এসনসি), যেটিকে সেদেশের প্রধান বিরোধী পক্ষ হিসেবে গণ্য করা হয়, এক বিবৃতিতে সিরিয়ায় সশস্ত্র পর্যবেক্ষক পাঠাতে আহ্বান জানিয়েছে৷ এজন্য জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণে নিরাপত্তা পরিষদের প্রতি আর্জি জানিয়েছে তারা৷

এসএনসি বিবৃতিতে জানিয়েছে, ‘‘সিরিয়ার জনগণের বিরুদ্ধে যখন সেদেশের শাসকগোষ্ঠী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করছে, তখন জাতিসংঘের পর্যবেক্ষকদের কাজ স্থগিত রাখার সিদ্ধান্তে আমরা বিস্মিত হয়েছি৷ বিশেষ করে যখন সহিংসতা বেড়ে যাওয়ার পরও পর্যবেক্ষকরা এই সিদ্ধান্ত নিয়েছে৷''

বলাবাহুল্য, সহিংসতা বেড়ে যাওয়ায় সিরিয়ায় জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন (ইউএনএসএমআইএস) স্থগিতের ঘোষণা দিয়েছে৷ তিন মাসের জন্য এই পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হলেও ঠিক দুই মাসের মাথায় তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে৷

আসাদ বিরোধী ফ্রি সিরিয়ান আর্মির এক সেনাছবি: dapd

এই কার্যক্রম স্থগিত করে প্রকারান্তরে সিরিয়ার শাসক গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হয়েছে এবং সিরিয়ার সাধারণ মানুষ যেটুকু সুরক্ষা পেয়েছিল সেটুকুও কেড়ে নেওয়া হয়েছে, মনে করছে এসএনসি৷

চলমান সহিংসতার প্রেক্ষিতে এসএনসি'র প্রস্তাব হচ্ছে, সিরিয়ায় নিযুক্ত শান্তিরক্ষীদেরকে অস্ত্র সরবরাহ করা হোক, যাতে করে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে৷

এদিকে, সিরিয়ায় সহিংসতায় শনিবার প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬৯ ব্যক্তি৷ রবিবার সেদেশের হোম্স শহরে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে৷ হোম্সের শহরতলীতে অবস্থানরত অ্যাক্টিভিস্ট আবু বিল্লাল জানিয়েছেন, ‘‘তারা সারাক্ষণ আমাদের উপর গোলাবর্ষণ করছে৷ আমাদের এখানে খুব কমই পানি এবং খাবার আছে৷ এছাড়া ওষুধের সংকট দেখা দিয়েছে৷''

সিরিয়ায় পর্যবেক্ষণ মিশন স্থগিতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পর্যবেক্ষক দলের প্রধান মেজর জেনারেল রবার্ট মুড কয়েকটি বিষয় উল্লেখ করেন৷ এগুলো হচ্ছে প্রথমত দুইপক্ষের মধ্যকার লড়াই আগের চেয়ে বেড়ে গেছে এবং এরফলে ৩০০ সদস্যের শক্তিশালী জাতিসংঘ দলের উপর ঝুঁকি বাড়ছে৷ আর দ্বিতীয় কারণটি হচ্ছে যুদ্ধরত দলগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় সদিচ্ছার অভাব রয়েছে৷ এক বিবৃতিতে মুড বলেন, ‘গত দশদিনে সিরিয়ায় সশস্ত্র সহিংসতা অনেক বেড়ে গেছে'৷

এআই / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ