1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সামরিক অভিযান চায় যুক্তরাষ্ট্র

১৭ জুন ২০১৬

সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলছে৷ সেখানকার সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির পরিবর্তন চান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৫১ জন কর্মকর্তা৷

Syrien Zerstörung in der Altstadt von Aleppo
আলেপ্পোর বর্তমান অবস্থা (ছবিটি ৫ মে তোলা)ছবি: Reuters/A. Ismail

মার্কিন দৈনিক ‘ওয়াল স্ট্রিট জার্নাল' বলছে, মার্কিন ঐ কর্মকর্তারা একটি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন৷ তাঁরা সিরিয়ায় সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়েছেন৷ মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যে যুদ্ধবিরতি চলছে তা বারবার লঙ্ঘন করছে সিরিয়ার সরকার৷

নিউ ইয়র্ক টাইমস বলছে, স্মারকলিপিতে স্বাক্ষর করা কর্মকর্তারা প্রায় সবাই মধ্যম স্তরের এবং তাঁরা সিরিয়া নীতি নিয়ে গত পাঁচ বছর ধরে কাজ করছেন৷

স্মারকলিপির বিষয়ে মার্কিন এক কর্মকর্তা, যিনি সেটিতে স্বাক্ষর করেননি, রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়ায় মার্কিন সামরিক অভিযানের বিরোধী হোয়াইট হাউস৷ এই স্মারকলিপি সেই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন না৷

ভিন্নমত জানিয়ে এমন স্মারকলিপি দেয়ার বিষয়টি আগেও হয়েছে৷ তবে এবার তাতে যে সংখ্যক কর্মকর্তা স্বাক্ষর করেছেন সেটি অনেক বেশি বলে জানিয়েছেন রবার্ট ফোর্ড৷ মার্কিন প্রশাসনের সিরিয়া নীতির বিরোধিতা করে ২০১৪ সালে তিনি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদ থেকে পদত্যাগ করেন৷

মার্কিন সমর্থিত বিদ্রোহীদের উপর রাশিয়ার হামলা

সিরিয়ার আল-তানফ শহরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত সিরীয় বিদ্রোহীদের উপর রাশিয়া আকাশ থেকে হামলা চালিয়েছে বলে অভিযোগ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা৷ এই বিদ্রোহীদের নানাভাবে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র৷ তবে কতজন বিদ্রোহী হামলার শিকার হয়েছেন, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা বিস্তারিত জানাননি নাম প্রকাশে অনিচ্ছুক ঐ কর্মকর্তা৷

রুশ সৈন্যের মৃত্যু

সিরিয়ার কর্মরত রুশ এক সেনা প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ গত মাসে সিরিয়ায় অভিযান চলার সময় নিহত ঐ সেনা যে গাড়িতে ছিলেন সেটিতে গুলি চালানো হলে তিনি আহত হন৷ এরপর তাঁকে মস্কোয় ফিরিয়ে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল৷ কিন্তু বাঁচানো যায়নি৷ এ নিয়ে সিরিয়ার অভিযানে অংশ নেয়া মোট ১০ জন রুশ সৈন্য প্রাণ হারালেন৷ এর মধ্যে নয়জন যুদ্ধে নিহত হন৷ বাকি একজন আত্মহত্যা করেন৷

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় দুই লক্ষ ৭০ হাজার মানুষ৷ আর গৃহহীন হয়েছেন লক্ষ লক্ষ জন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ