1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় সেনা বিদ্রোহী সংঘর্ষে নিহত ২২

২৯ জানুয়ারি ২০১২

সিরিয়ার সেনাদের ওপর বিদ্রোহীদের হামলা বেড়ে চলেছে৷ এই অবস্থায় বিদ্রোহীদের দমাতে নতুন করে অভিযান শুরু করেছে সিরিয়ার সেনাবাহিনী৷ এদিকে সিরিয়া থেকে আরব লিগের পর্যবেক্ষক সরানোর সিদ্ধান্তের সমালোচনায় রাশিয়া৷

Syrian army defectors stand guard in the Deir Baghlaba area in Homs province, central Syria, on Friday, Jan. 27, 2012. Armed forces loyal to President Bashar Assad barraged residential buildings with mortars and machine-gun fire, killing at least 30 people, including a family of women and children during a day of sectarian killings and kidnappings in the besieged Syrian city of Homs, activists said Friday. (Foto:AP/dapd)
সিরিয়ায় বিদ্রোহীরা ক্রমেই তাদের জায়গা করে নিচ্ছেছবি: dapd

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার সিরিয়াতে অন্তত ২২ জন মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ১৬ জনই সরকারি সেনা৷ এইসব সেনা বিদ্রোহী সেনাদের হামলায় প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷ সিরিয়ার আসাদ বিরোধী পর্যবেক্ষকদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলের জেবেল আল জুবিয়া নামক জায়গায় এক সেনা বহরে হামলা চালানো হয়৷ এই অতর্কিত হামলায় অন্তত ১০ সেনা নিহত হয়েছে৷ অপর বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাজধানী দামেস্কের দক্ষিণে এক সেনা ভর্তি বাস রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে বিধ্বস্ত হয়৷ এই সময় বাসে থাকা ছয়জন সেনা নিহত হয়েছে৷ এদিকে রাজধানীর কাছে ঘুতা নামের একটি জায়গাতে সেনাদের সঙ্গে বিদ্রোহীদের গুলি বিনিময় চলাকালে অন্তত ৫ জন বেসামরিক নাগরিক এবং এক বিদ্রোহী প্রাণ হারিয়েছে বলে জানা গেছে৷

হোমস শহরে আসাদ বিরোধী মিছিলে এক নারীছবি: dapd

এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে সিরিয়ায় আসাদ বিরোধী আন্দোলন এখন প্রায় সশস্ত্র রূপ ধারণ করছে৷ বিশেষ করে রোববারের ঘটনার পর সিরিয়ার সেনাবাহিনী দামেস্কের আশেপাশের এলাকার ওপর নিয়ন্ত্রণ আনার জন্য নতুন করে অভিযান শুরু করেছে৷ আসাদ বিরোধীদের সূত্রে জানা গেছে, সিরিয়ার সেনাবাহিনীর কয়েক ডজন ট্যাংক এবং সাঁজোয়া যান সেই এলাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে৷ গত কয়েকদিন ধরে বিদ্রোহী সেনারা দামেস্কের আশেপাশের অনেক এলাকাতেই নিজেদের চেকপোস্ট বসিয়েছে৷

সিরিয়া পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও বেশ বাক্য বিনিময় লক্ষ্য করা গেছে রোববার৷ বিশেষ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ আরব লিগের সমালোচনা করেছেন সিরিয়া থেকে পর্যবেক্ষক সরিয়ে আনার৷ তাঁর মতে, এটি সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি উত্তম সুযোগ ছিল৷ তবে আরব লিগের মহাসচিব নাবিল আল আরাবি বলেছেন, সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের পর্যবেক্ষকদের সরিয়ে আনতে হয়েছে৷ একই সঙ্গে তিনি রাশিয়া এবং চীনের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার ব্যাপারে তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য৷ সিরিয়া প্রশ্নে এই দুই পক্ষের বিপরীত অবস্থান বেশ স্পষ্ট হয়ে উঠেছে রোববার৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ