1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় হত্যাযজ্ঞ

২৮ মে ২০১২

হুলা শহরে নৃশংস হামলায় নারী ও শিশুসহ ১০৮ জন নিহত হওয়ার ঘটনা যেন সিরিয়া পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে৷ নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক গোষ্ঠী৷ এ হত্যাযজ্ঞের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷

ছবি: Reuters

এদিকে, হামা শহরে সংঘর্ষ ৪১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

সিরিয়ার হুলা শহরে নৃশংস গণহত্যা প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং সিরিয়ায় আন্তর্জাতিক দূত জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আনান - উভয়ের জন্যই সংকট বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা৷ কারণ হুলায় হত্যাযজ্ঞের পরদিনই জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৷ বৈঠকে সর্বসম্মতভাবে এই নির্মম হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হয়েছে৷ বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিজেই সিরিয়ায় নিয়োজিত পর্যবেক্ষকদের সম্পর্কে বলেছেন যে, সেখানে সহিংসতা না কমে বরং কিছু এলাকায় বৃদ্ধি পাওয়ায় জাতিসংঘ পর্যবেক্ষকরাও সমালোচনার মুখে পড়েছেন৷

এমন সংকটপূর্ণ অবস্থায় জাতিসংঘ ও আরব লিগের দূত হিসেবে কোফি আনান আজ সোমবার সিরিয়ায় যাচ্ছেন৷ পররাষ্ট্র মন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম এর সাথে বৈঠক করবেন আনান৷ আর পরদিন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গেও তাঁর বৈঠক করার কথা রয়েছে৷

ছবি: Reuters

এদিকে, সিরিয়ার পরিস্থিতির অবনতি ঘটায় সিরীয় নেতা বাশার আল-আসাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনেরও সমালোচনা করেছেন মার্কিন সিনেটর জন ম্যাককেইন৷ এমনকি বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরাতে তাঁর মিত্র দেশ রাশিয়ার অবস্থানকে তোয়াক্কা না করার কথাও বলেন তিনি৷

তবে আসাদ প্রশাসনের সাথে সুর মিলিয়ে হুলায় গণহত্যার পেছনে সরকারি বাহিনীকে দায়ী না করে বরং ‘সন্ত্রাসীদের' দায়ী করেছে রাশিয়া ও ইরান৷ অবশ্য এই নির্মম ঘটনার নিন্দাও জানিয়েছে তারা৷ একইসাথে সিরিয়ার সরকারি বাহিনীকে অস্ত্র সরবরাহ করার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছে তেহরান৷

অন্যদিকে, হামা শহরে ফ্রি সিরিয়ান আর্মি - এফএসএ বাহিনীর সাথে সরকারি বাহিনীর লড়াইয়ের খবর পাওয়া গেছে৷ এফএসএ বাহিনীর আক্রমণের জবাবে সরকারি বাহিনী ঐ অঞ্চলে গোলা হামলা চালিয়েছে৷ এতে অন্তত ৪১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামা রেভোলিউশন লিডারশিপ কাউন্সিল৷ নিহতদের মধ্যে পাঁচ জন নারী এবং আটটি শিশুও রয়েছে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (এএফপি, রয়টার্স, এপি)

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ